টপিকঃ প্রসঙ্গঃ ঘুম

ঘুমের মাহাত্ম্য বলতে আসিনি আমি। নিজের কিছু কথা বলতে আর কিছু জানতে এসেছি। আমার মত যারা নির্ঘুম রাত কাটান, কারণে বা অকারণে, আমরা নিজের অজান্তেই নিজের স্বাস্থ্যের সর্বনাশ করছি। আমি এতদিন ধরে খুঁজছিলাম আমার স্বাস্থ্যের তেরটা বাজার কারণ কী। অনেক খুঁজেও যখন পেলাম না কিছু, তখন মনে পড়লো আমার রাতে না ঘুমানোর অভ্যাসের কথা। অনেকেই বলে থাকেন রাতে না ঘুমালে স্বাস্থ্যহানি হয় প্রচুর। হাড়ে হাড়ে টের পেলাম কথার সত্যতা। এখন চেষ্টা করছি রাতে ঠিকমত ঘুমানোর। আল্লাহর রহমতে বেশ কয়েকদিন ধরে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাসটা পুনরায় রপ্ত করেছি।

এখন অভিজ্ঞদের কাছে এবং ডাক্তারদের কাছে আমার জিজ্ঞাসা, আসলেই কি রাতের ঘুম এত দরকারী? আরেকটি বড় প্রশ্ন, যাদের রাতে জেগে থাকাটা অভ্যাস হয়ে গেছে, তারা কিভাবে ঘুমানোর অভ্যাসটাকে রপ্ত করতে পারেন? আমার পরিচিত এমন অনেকেই আছেন যারা রাতে ঘুমানোর হাজার চেষ্টা করেও কোন ফল পাচ্ছেন না, এমনকি ঘুমে চোখ ভেঙ্গে পড়লেও, ঘুমাতে গেলেই ঘুম গায়েব। এক্ষেত্রে করণীয় কী হতে পারে? এই ব্যাপারটার সাথে মানসিক কোন ব্যাপার (চিন্তা/টেনশন/একাকীত্ব) জড়িত থাকতে পারে কি? কোন ঔষুধপত্র ছাড়া নিজ চেষ্টায় কি আরাম করে ঘুমানো সম্ভব?

ইমরান তুষার'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রসঙ্গঃ ঘুম

আমি চিকুন তাই সাস্থ্য কি করে বানাবো তাই বলেন।

Re: প্রসঙ্গঃ ঘুম

ভাই আমি তো রাতে কমপক্ষে ৮ ঘন্টা ঘুমাই ।কই মোটা তো হলাম না ।চিকনা তো চিকনাই রয়ে গেলাম ।মোটা হওয়ার কোন ট্রিকস পেলে জানাবেন ।

ভালো মানুষের কোন কিছুর অভাব হয় না

সর্বশেষ সম্পাদনা করেছেন ফারহান খান (২৪-০৯-২০১২ ২১:১৪)

Re: প্রসঙ্গঃ ঘুম

রাতে ৮ ঘন্টা ঘুমানো খুব গুরত্বপুরন । তয় অনেক চেষ্টা করেও সম্ভব হচ্ছে না, ঘুমাতে গেলেই ঘুম গায়েব।  hairpull

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রসঙ্গঃ ঘুম

আমি তো নিয়মিত ৮-৯ ঘন্টা ঘুমাই, তবুও আমার স্বাস্থ্য তেরটা বেজে আছে। ৮৩ ভাইয়ার চেয়েও মনে হয় আমার করুন অবস্থা ghusi

Re: প্রসঙ্গঃ ঘুম

Re: প্রসঙ্গঃ ঘুম

খালি ঘুমাইলেই হবে? ব্যালেন্সড খাওয়া দাওয়া করতে হবে ।

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রসঙ্গঃ ঘুম

ইমরান তুষার'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রসঙ্গঃ ঘুম

নিয়মিত মেডিটেশন করি। কাজ থাকলে ৪ ঘন্টা ঘুমাই। কোন সমস্যা হয় না। বেশ কবার এমনও হয়েছে টানা ৩৫+ ঘন্টা ঘুমাতে পারিনি কাজের জন্য। সারা দিন ছুটো ছুটি। তারপরও কোন সমস্য হয় না। তবে রিক্সা করে এসময় কোথাও যেতে হলে খুব ভয়ে থাকে। কারণ, সব সময় ঝাকুনি খেয়ে জেগে উঠব তার গ্যারান্টি কি? hehe

আর কাজ না থাকলে ৬/৭/৮/+ worried

আমার আল্লাহর রহমতে ঘুমের কোন সমস্যা নেই। ঘুমাতে চাইলে আর একটু অনুকূল পরিবেশ পেলেই ঘুমাতে পারি। tongue দুপুর কিম্বা রাত। পরীক্ষার আগের রাতেও বেশ ঘুমাতে পারি, পড়া পুরা না হলেও। lol

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১০

Re: প্রসঙ্গঃ ঘুম

আমারও রাত করে ঘুমানোর অভ্যাস ছিলো। বিনাকারণে রাত চারটা পাঁচটা করেছি। পরে এই বদভ্যাস ছাড়ার চেষ্টা করেছি। প্রথমেই রাতারাতি এ অভ্যাস যাবে না। আস্তে আস্তে একটু একটু করে ঘুমানোর সময়টা এগিয়ে আনতে হবে। যেমন ধরুন, প্রথমে যে সময়ে ঘুমান তার থেকে এক ঘন্টা আগে বিছানায় চলে যান। এভাবে আস্তে আস্তে সময়টা বাড়াতে থাকুন। প্রবল ইচ্ছাশক্তিই সব। ঘুমানোর আগে মুখে মাথায় পানি দিয়ে একটু হাত-মুখ ধুয়ে দেখতে পারেন। শুয়ে পড়ে চোখ বন্ধ করে সারাদিনের ভালো কাজগুলো, যেগুলো একটু হলেও আনন্দ দিয়েছে, সেগুলো রিওয়াইন্ড করে দেখে নিতে পারেন। পসিটিভ চিন্তা করুন, আশা বুকে ধারণ করুন। কোনো কিছু নিয়ে হাল ছেড়ে দেবেন না; চেষ্টা করে যাবার মানসিকতাটা জরুরী। ঘুমানোর আগে হালকা কোনো বই পড়ে দেখতে পারেন। আরো হয়তো অনেক উপায় আছে। ব্যক্তিভেদে এগুলো অন্যরকম হবে নিশ্চয়ই। তবে, একটা কথা ঠিক - আপনাকে আগে খামোখা রাত না জাগার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে এবং এটা গুরুত্বপূর্ণ! আর বাকীটা একটু একটু করে অভ্যাস করলে সমস্যা হওয়ার কথা না।

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: প্রসঙ্গঃ ঘুম

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১২

Re: প্রসঙ্গঃ ঘুম

ঘুমানোর অভ্যেস বদলাতে মানসিক ইচ্ছাটাই প্রধান, এক সময় আমিও রাত দুটো/আড়াইটার আগে ঘুমাতাম না। সিদ্ধান্ত নিলাম ভোরে ঘুম হতে উঠব তাড়াতাড়ি ঘুমাবো। আমি আমার ইচ্ছায় অটল ছিলাম বলে ঘুমের সময় পরিবর্তণ করতে পেরেছি।

সকালে ঘুম হতে উঠা স্বাস্থ্যের জন্য জরুরী তবে স্বাস্থ্য বলতে যদি আপনি শরীরে মাংস বুঝায়ে থাকেন তাহলে বলব আপনি ভুল করছেন।

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন ফারহান খান (২৫-০৯-২০১২ ১৬:২৭)

Re: প্রসঙ্গঃ ঘুম

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৪

Re: প্রসঙ্গঃ ঘুম

সাঁতার জানো? রোজ তো পারবা না, অন্তত নিয়মিত সাঁতরাইলে রাতে ঘুম হওয়ার কথা (যে খাটনি!!  ghusi) আর দিনে ঘুমানোর অভ্যাস থাকলে বাদ দাও। বেশী করে পানি খাও, হাবিজাবি কম খাও। একবার সাইকেলটা ঠিক হয়ে গেলে এরপর শুধু মেনটেইন করা।

আমি এক মাস ঠিক মতো ঘুমাইতে পারসিলাম!  big_smile এর পর আবার ছ্যারা-ব্যাড়া হয়ে গেসে!  hmm আমার ঘুমাইলে ভালোও লাগে না  thinking

১৫

Re: প্রসঙ্গঃ ঘুম

ঘুম। আমার অবস্থা আরণ্যকের মত। যত কাজ, কাজের চিন্তা বাড়ে তত ঘুম কম হয়। আর ছুটির দিনে ননস্টপ ঘুমাতে পারি। তবে কাল খুব টেনসন নিয়েও ঘুমিয়ে পড়েছি আগেভাগেই।
কারণ: সিরিয়াস পড়াশুনা করতে চেয়েছিলাম। পড়াশুনা একটা জিনিস, যা আমাকে ঘুমাতে সবসময় সাহায্য করে। পরীক্ষার রাতে আর পরীক্ষার হলে তো ঘুম তাড়ানো দায় হয়ে পরত (ছবি'পারও নাকি এমন হয়/হতো)। গতরাতে মনে করলাম একটু জাভা কনকারেন্সী নিয়ে পড়ি; না, ঘুম বাবাজি এসে হাজির।

চিকন স্বাস্থ্য মোটা করা নিয়ে সবাই এত ব্যস্ত কেন? বরং ব্লাড পেশার, বডি টেম্পারেটার আর বাউল মুভমেন্ট ঠিক থাকলেই তো শান্তি। এবং আনস্যাচুরেটেড ফ্যাট নিয়ন্ত্রণে থাকলে তো কথাই নাই। আর সাঁতার একটা অত্যন্ত ভাল জিনিস। যারা নিয়মিত সাঁতার কাটে তাদের শরীরের আকার খুব সুন্দর থাকে। ব্রনি না হলেও শরীরে সুন্দর মাসল হয়, যা কিনা এ্যাপেলীং tongue_smile

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: প্রসঙ্গঃ ঘুম

ইমরান তুষার'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

১৭

Re: প্রসঙ্গঃ ঘুম

আমার মনে হয় প্রতিদিন একই সময়ে ঘুমানো ও ঘুম থেকে উঠা উচিত। ঘুম খারাপ হলে আমার খুব সমস্যা হয়।

অন্তহীন এই পথ চলার শেষ কোথায়?

১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (২৬-০৯-২০১২ ০১:৫৪)

Re: প্রসঙ্গঃ ঘুম

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১৯

Re: প্রসঙ্গঃ ঘুম