Re: একদা গেমার ছিলাম............ শেষ পর্ব
এলার্ম...এলার্ম... এখানেই শেষ না
। ভাল লাগলো সব পর্বই। ধন্যবাদ
এলার্ম না। আলাম আলাম ধন্যবাদ ধৈর্য্য ধরে সব পর্ব পড়ার জন্যে।
কাউয়া ভাই, এত তাড়াতাড়ি শেষ করা ঠিক হয় নি। ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল এই খেলাগুলো কখনও খেলা হয় নি; না গেমস এ না বাস্তবে। তখল ক্লাস ৬-৭ এ পড়তাম। কিং অফ ফাইটার্স আর মোল্লা (নিজেদের দেওয়া নাম, আসলটা জানি না) খেলা হত প্রচুর। তখন থেকেই শুরু ভার্চুয়াল খেলাধুলা। ডাক্তার নিষেধ করে দিল ডাস্ট এলার্জী এড়াতে বিকেলে খেলাধুলা বাদ দিতে। তাই বলছি টপিক এপিসোড না বাড়ালেও কমপক্ষে পরবর্তী কমেন্টগুলোতে আরও না বলা গল্প শেয়ার করবেন।
ধন্যবাদ। আর লিখতে ভালো লাগছিলো না বিধায় শেষ করে দিলাম। তবে আপনাদের কমেন্ট পড়ার পরে এখন মনে হচ্ছে একটা স্পেশাল এপিসোড লিখতে হবে এই সিরিজের। বাই দ্যা ওয়ে, আমিও ভয়াবহ ধরনের ডাস্ট অ্যালার্জিক। খুবই বাজে একটা জিনিস এই অ্যালার্জি