এধরনের একটা পোস্ট কালকেও আমার চোখে পড়েছিল, সেটি ছিল অভিনেত্রী প্রভার ব্যপারে কিছু অশ্লীল বক্তব্য+ এডাল্ট লিংকের দিকনির্দেশনা। এধরনের আলোচনা যেকোন পাবলিক ফোরামেই অগ্রহনযোগ্য। আমি মডারেশন প্যানেলকে ধন্যবাদ জানাই বিষয়টি তুলে ধরার জন্যে ও এধরনের পোস্ট দ্রুত সরিয়ে নেবার জন্যে।
আমি বুঝতে পারছি আপনি কোন দিকে ইশারা দিচ্ছেন , তবে দেখুন ঐ নিকটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝবেন উনার মন্তব্য এবং টপিক পোস্টের ধরন । আগে ও উনি পোস্ট করেন আর ভিতরের খবর চেঞ্জ করতেন একের পর এক কই মডুরা কোথায় ছিলেন তখন
।
আর উনি কি কচি খুকি যে এটা বুঝেন না জিজ্ঞেস করেছেন - কেন ভাইয়া কি হইছে টাইপ কথা বার্তা ।
হ্যাঁ আমার ভুল হইছে উনাকে দিক নির্দেশনা দেখানো টা তবে সেটা ও আমি ভুল করেই লিখেছিলাম আর উনার উত্তর ও একেবারে ঠিক ৫ মিনিট পরই আসল । সবাই যেভাবে রিপ্লে দিচ্ছিল তাতে আমিই জিনিস্টা ইগ্নোর করেই ভেবেছি হয়ত নিছক "রসিকতা " । কিন্তু সিরিয়ার পর্যায়ে জিনিস্টা চলে যাবে ভাবিনি ।
যাই হোক আমি দুঃখিত
।
আর সবাই উডান উফরে ঐ ছাইয়াটারে যত পারেন আমার কি
।
নিবন্ধিতঃ১১/০৩/২০০৯ ,নিয়মিতঃ১০/০৩/২০১১, প্রজন্মনুরাগীঃ১৯/০৫/২০১১ ,প্রজন্মাসক্তঃ২৬/০৯/২০১১,
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও