Re: ফোরামের নিয়মাবলী মেনে পোস্ট করুন
এখন পর্যন্ত ফোরামের নিয়ম কানুন যথাযথ ভাবে মেনেই চলেছি। আগামীতেও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকবো বলেই আশা করছি। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ মডু সাহেব।
Re: ফোরামের নিয়মাবলী মেনে পোস্ট করুন
এখন রোজ আসা হয় না, বা সব টপিক দেখাও হয়না৷ ফলে সম্মানীয় মডারেটর মহাশয় যদি কয়েকটি লিঙ্ক সহকারে হিন্টস্ দিতেন তবে সাবধান হওয়া যেত ভবিষ্যতে৷ তবে এই স্মাইলি নিয়ে কড়াকড়িটা আমাকে বেশ অবাক করে৷
Re: ফোরামের নিয়মাবলী মেনে পোস্ট করুন
ইয়ে মানে কয়েকটা উদাহরণ দিলে মনে হয় ভাল হত ( যেভাবে ফোরামিকদের খুচাইতেছি... না জানি কখন আবার খড়গ নেমে আসে
)
Re: ফোরামের নিয়মাবলী মেনে পোস্ট করুন
হুম লিংক দেন, নাইলে ক্যাম্বা বুঝব কুন্টা ঠিক কুন্টা বেঠিক!!!
Re: ফোরামের নিয়মাবলী মেনে পোস্ট করুন
আমার চোখেও এমন টপিক গত কয়েকদিনে চোখে পড়ে নি।
Re: ফোরামের নিয়মাবলী মেনে পোস্ট করুন
অয়ন ভাইকে ধন্যবাদ বিষয়টি তোলায়। আমি নিজেও খানিকটা বিব্রত ছিলাম সাম্প্রতিক সময়ে।
আর যাইহোক, নিয়মাবলীর ব্যাপারে শিপলু ভাইয়ের বলা সবথেকে সহজ উপায়টি হচ্ছে "ইথিকস মেনে চলুন, এটা মেনে চললে ফোরামের ম্যাক্সিমাম নিয়মাবলীই এমনিতেই মেনে চলা হয়"
Re: ফোরামের নিয়মাবলী মেনে পোস্ট করুন
Re: ফোরামের নিয়মাবলী মেনে পোস্ট করুন
আমি আজ করেছি হাসির বাক্সে।
১১ ২৫-০৯-২০১২ ১৬:২৫ সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (২৫-০৯-২০১২ ১৬:৩৬)
Re: ফোরামের নিয়মাবলী মেনে পোস্ট করুন
পুরাতন সদস্যদের করা ঐ ধরণের পোস্টগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছি না বলেই টপিকটি করা হয়েছে। আর কোন ধরণের লেখা সকল বয়সের সদস্যদের কাছে গ্রহণযোগ্য না তা যদি বুঝিয়ে দিতে হয় তবে তো ঐ পোস্টগুলো দেখিয়েও খুব একটা লাভ হবে না। যাই হোক, ফোরামের নিয়মাবলী পড়ুন এবং তা মেনে ফোরামে পোস্ট করুন।