টপিকঃ ব্লেন্ডার শিখবো বলে ঠিক করলাম
এর আগে আসকার ভাইয়ের একটা টপিকে ব্লেন্ডারের বানানো ইন্টেরিয়র দেখেছিলাম। নিজে পুরকৌশলী (সিভিল ইঞ্জিনিয়ার) বলে ক্যাডের দরকার হয় প্রায়ই। 2D ড্রইং-এর জন্য লিব্রে ক্যাড বা কিউ ক্যাড দারুন কাজে লাগছে। ওগুলো দিয়ে পেশাদার কাজ করেও উপার্জন করেছি। এখন ভাবলাম 3D কাজও করা দরকার। এজন্য অবশ্য FreeCAD বলে আরেকটা মুক্তসোর্স সফটওয়্যার আগেই নামিয়েছিলাম। তবে শিখতে হলে একটু ভাল এবং জনপ্রিয় সফটওয়্যার শেখা ভাল - এতে সাহায্য পেতে সুবিধা হবে। এছাড়া এনিমেশন আর ভিডিও এডিটিং- বিষয়গুলোও বেশ আকর্ষনীয় লাগে। তাই ঠিক করলাম ব্লেন্ডারই সই। গতকাল রিপোজিটরি থেকে এটা নামালাম। সাথে ইউটিউব থেকে একটা ছোট টিউটোরিয়াল (শুধু কিভাবে কপি, মুভ, রিসাইজ আর রোটেট করতে হয়)।
পরিবেশ প্রকৌশলী বলে পানি সরবরাহ টাইপের জিনিষগুলোই কাজ হিসেবে বেশি আসে। গতদিন একটা অজুখানা ২ডি ড্রইং করেছিলাম লিব্রেক্যাডে। ভাবলাম ওটাই একটু ব্লেন্ডারে ৩ডি করার চেষ্টা করি। শুধুমাত্র বেসিক জিনিষগুলো দিয়ে একদিনে যা করতে পারলাম তাতে ব্লেন্ডার শেখার আগ্রহ বেড়ে গেছে। এখনও ম্যাটেরিয়াল টেক্সচার আর ব্যাকগ্রাউন্ড টাইপের জিনিষ দেয়া শিখতে হবে। সামনে আসকার ভাই এবং জেলাল ভাই যদি কিছু টিউটোরিয়াল দেয় তাহলে ভাল হবে। অবশ্য ইউটিউবে আরো অনেকগুলো টিউটোরিয়াল আছে -- সময় বের করে দেখতে হবে।
একটু ক্লোজ-আপ, তবে পানির লাইন আর কল দেয়া বাকী আছে এখনও .... ...