টপিকঃ ইরানের নিষিদ্ধ ছাত্রীরা...
গতকাল থেকে ইরানের নারীদের জন্য ৭৭টি বিষয়ে পড়াশোনা নিষিদ্ধ হয়ে গেছে।
এখন থেকে ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এন্জিনিয়ারিং, বিবিএ/এমবিএ, ইংরেজী সাহিত্য, আর্কিওলজী, পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন কোর্সে মেয়েদের ভর্তি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আর্কিটেকচার, সিভিল এন্জিনিয়ারিং ইত্যাদি বিষয়েও নারীদের কোটা কমিয়ে অর্ধেক করে দেয়া হয়েছে।
গত আগস্টেই ইরানী সরকার এই ঘোষণা দিয়েছিলো, গতকাল শনিবার নতুন এ্যাকাডেমিক বছর থেকে কার্যকরী হলো।
ইরান পৃথিবীর অন্যতম একটি দুর্লভ দেশ যেখানে উচ্চ শিক্ষায় সংখ্যাগরিষ্ঠ ছিলো নারীরাই। এই বছরও ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম পাশকৃতদের মধ্যে ৬০%ই হলো নারী।
ইরান আরো দুর্লভ দেশ হতে যাচ্ছে কারণ মাহমুদ সরকার ছাত্রীদের অবদমন করেই ক্ষান্ত দিচ্ছে না, সিংগল জেন্ডার ইউনিভার্সিটি গঠনেরও পদক্ষেপ নিচ্ছে - অর্থাৎ নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা ইউনিভার্সিটি হবে।
বাংলাদেশে চট্টগ্রামে অবশ্য শুধুমাত্র নারীদের জন্য এশিয়ান উইমেনস ইউনিভার্সিটি আছে, তবে আবার এই চট্টগ্রামেও ইসলামিক ইউনিভার্সিটি নামেও একটি বিশ্ববিদ্যালয় আছে যেখানে ছাত্র ছাত্রী নির্বিশেষে ভর্তি হতে পারে। গাজীপুরেরটা মনে হয় মেইল-অনলী... তবে এগুলো minor exception... (সবগুলোই মধ্যপ্রাচ্য হইতে প্রাপ্ত ফান্ড দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত)। শতাধিক equal-gender সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ, এনএসইউ ইত্যাদির বিপরীতে এদের সংখ্যা একদমই নগণ্য।
শাব্বাশ মাহমুদ আহ্মেদিনেজাদ! হ্যাটস অফ টু ইউ!
খবরটি পড়ে গতকাল সারিম ভাইয়ের কোট করা একটি উক্তি মনে পড়ে গেলো - "আপনি খেতে না চাইলেও শান্তি আপনাকে গিলিয়ে খাওয়ানো হবে..."
পিএস: মাহমুদ সরকারকে কিন্তু নারীবিদ্বেষী বলতে পারবেন না! জেন্ডার ইকুয়ালিটি আনার স্বার্থে পুরুষদের জন্যও নূন্যতম কিছু বিষয় নিষিদ্ধ করেছে: ইতিহাস, সমাজবিদ্যা, লিংগুইসটিক্স, দর্শন এবং সমাজবিদ্যা।
সূত্র:
http://www.aljazeera.com/news/middleeas … 17429.html
http://www.bbc.co.uk/news/world-middle-east-19665615
http://www.payvand.com/news/12/sep/1184.html
http://www.google.com/hostednews/afp/ar … 6b2f6d.2d1
http://prothom-alo.com/detail/date/2012 … ews/291804