টপিকঃ ভিডিও পোস্ট: নীলিয়া - আমি এখন হাঁটতে পারি
ইউটিউবে না ঢুকলে ফায়ারফক্সে stealthy নামক এ্যাড অনটা লাগিয়ে নিতে পারেন - নিজে নিজেই ইচ্ছামত প্রক্সি বসিয়ে নিবে। সার্চ বক্সের ডানদিকে এটার আইকন আসবে। আইকনে ক্লিক করে অন অফ করা যায়। সবুজ আইকন = অন, লাল আইকন = অফ। stealthy ব্যবহার করলে http ব্যবহার করতে হয় (https এ হয় না)।
উপরোক্ত ভিডিও ধারণের সময়টা ছিল ২০১০ সাল, কিন্তু টাইটেল স্লাইডে ভুলে ২০১১ লেখা হয়েছে।