Re: বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
Spider Solitaire
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
![]()
![]()
আচ্ছা ওরা কম্পিঊটার গেম বানায় কি করে
![]()
??
ব্যাপক কষ্ট করে।
দি পাতিকোডার লিখেছেন ঃ-
সারা জীবন ধরে একটি গেমই খেলছি Counter Strike. বাকি জীবন ও এটাই খেলার ইচ্ছা আছে।
আচ্ছা আপনার বয়স কত
?
আমি এংগ্রি বার্ড খেলি মাঝে মাঝে
আমাকে কিছু গেম সাজেস্ট করেন কি খেলবো সেটাই পাইনা ।
core i7 2670qm
8gb DDR3
আমাকে কিছু গেম সাজেস্ট করেন কি খেলবো সেটাই পাইনা
।
core i7 2670qm
8gb DDR3
Call of Duty 4 Modern Warfare, Modern Warefare 2, Modern Warfare 3, Blackops
টমাটিনো লিখেছেন:আমাকে কিছু গেম সাজেস্ট করেন কি খেলবো সেটাই পাইনা
।
core i7 2670qm
8gb DDR3Call of Duty 4 Modern Warfare, Modern Warefare 2, Modern Warfare 3, Blackops
চলবে তো নাকি ?
১৯০০ মেবা গ্রাফিক্স মেমরী দেখায় । কোন এক্সট্রা গ্রাফিক্স (এনভি, এটি আই ) নাই ।
অসুবিধা নাই। আপনার ল্যাপটপে GMA HD গ্রাফিক্স আসে।
Amazing Spider Man শেষ করলাম, এখন Deux Ex খেলছি। এর পর COD Modern Warfare 1,2,3 খেলতে পারি।
স্ট্রাটেজি গেম নেপলিয়ান টোটাল ওয়ার খেলা শেষ করলাম। ১৪ জিবির গেমটা টরেন্ট থেকে নামিয়েছিলাম। অসাধারন একটা গেম।
battle field 2 কি অফলাইনে খেলতে পারবো, আমার নেটের যে গতি ?
আমি আসলে গেমার না
।কিছুদিন যাবত ট্রাই করছি খেলতে
।
রাশ লিখেছেনঃ
স্ট্রাটেজি গেম নেপলিয়ান টোটাল ওয়ার খেলা শেষ করলাম। ১৪ জিবির গেমটা টরেন্ট থেকে নামিয়েছিলাম। অসাধারন একটা গেম।
আপনি ১৪ জিবি ডাউনলোড করলেন কি করে
?????
আমি এখন the amazing spider man গেম খেলতেছি
maxpayne 3 খেলছি।
I am Alive, The Walking Dead ও The Amazing Spiderman খেলতেছি
আপনি ১৪ জিবি ডাউনলোড করলেন কি করে
![]()
?????
কেন বিটিসিএল এর লাইন আছে না? ১ এম বি পার সেকেন্ড। আজকাল আর মুভিটুভি নামায়া পিসি জ্যাম করি না। ইউটিউবে সরাসরি দেখি। আগে মাসে এটলিস্ট ১৫০ জিবি নামাতাম।
রাশ লিখেছেনঃ
কেন বিটিসিএল এর লাইন আছে না? ১ এম বি পার সেকেন্ড। আজকাল আর মুভিটুভি নামায়া পিসি জ্যাম করি না। ইউটিউবে সরাসরি দেখি। আগে মাসে এটলিস্ট ১৫০ জিবি নামাতাম।
বিটিসিএল সেটা আবার কি?? এর দাম কত?? আর মাসে আনলিমিটেড এর দাম কত
?? আমি তো অবাক হয়ে গেলাম বাংলাদেশে আবার ১এমবি পার সেকেন্ডের লাইন
রাশ লিখেছেনঃ
কেন বিটিসিএল এর লাইন আছে না? ১ এম বি পার সেকেন্ড। আজকাল আর মুভিটুভি নামায়া পিসি জ্যাম করি না। ইউটিউবে সরাসরি দেখি। আগে মাসে এটলিস্ট ১৫০ জিবি নামাতাম।
বিটিসিএল সেটা আবার কি?? এর দাম কত?? আর মাসে আনলিমিটেড এর দাম কত
![]()
?? আমি তো অবাক হয়ে গেলাম বাংলাদেশে আবার ১এমবি পার সেকেন্ডের লাইন
![]()
সম্ভবত: আপনার এলাকায় এই সার্ভিস পাবেন না। আপনার বিটিসিএল ফোন নাম্বার মিলিয়ে দেখতে পারেন এখানে:
http://www.bcube.net.bd/servicearea.html
নাহ invarbrass ভাই রাজবাড়ি তে নাই
নাহ invarbrass ভাই রাজবাড়ি তে নাই
![]()
![]()
ওহ আপনি দেখি কিছুই জানেন না। ফোরামে এর উপর টপিক আছে।১ এম বি পারসেকেন্ড আনলিমিটেড মাসে ২০০০ টাকা। আজিব ব্যাপার হলো আমার লাইন নেয়ার পর থেকে প্রায় ৩ মাস হয়ে গেল কোন বিল আসেনি। একবারে দেবে মনে হয়! কি আর করবেন ধর্য্য ধরেন। বেশিদিন হয়তো লাগবে না। চলে আসবে এক সময়।
ইনভ্রা ভাই এর দেয়া লিষ্টে জয়পুরহাটের নাম নাই। বাট আমি ধুমছে ইউজ করতেছি। তাই নিনজ্যা বস আপনার টি এন্ড টি তে একটু খোজ নিয়ে দেখেন আসছে কিনা।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » বর্তমানে এখন কে কোন গেম খেলতেছেন?
০.০৯২৭৫৭৯৪০২৯২৩৫৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৩.৬৩০২৮৯৮৪৫৯০৯ টি কোয়েরী চলেছে