২১

Re: শুভ নববর্ষ ১৪১৫

২২

Re: শুভ নববর্ষ ১৪১৫

সবাইকে এর আগে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাইছি আর জানামু না। সবাইকে ৮ ডলারের জোড়াইলিশের দাওয়াত রইল। তবে নারীরা অগ্রাধীকার ভিত্তিতে পাবে। কেননা ইলিশ মাছটি কাটা না, আর আমি ইলিশ মাছ কাটতে পারি না। hehehehe;D;D;D;D।

২৩

Re: শুভ নববর্ষ ১৪১৫

২৪

Re: শুভ নববর্ষ ১৪১৫

কি সেভারাস, এইবার আমারে টার্গেট? আমি ভাই নিরীহ মানুষ। খোঁচাখুঁচি পারি না।

২৫

Re: শুভ নববর্ষ ১৪১৫

খোঁচাখুঁচি ? ভালো জিনিস না

২৬ সর্বশেষ সম্পাদনা করেছেন দত্ত (১৪-০৪-২০০৮ ২২:২৪)

Re: শুভ নববর্ষ ১৪১৫

২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (১৪-০৪-২০০৮ ২২:৫০)

Re: শুভ নববর্ষ ১৪১৫

বাংলা নববর্ষ আগে ১৪ই এপ্রিল ফিক্সড ছিল না। পরে এটা ফিক্সড করা হয়।
আগে কয়েকটি বাংলা মাসে ৩২ তারিখ ছিল। পরে ৩০ ও ৩১ এর ফরম্যাটে আনা হয়।
এগুলো কবে হয়েছে মনে নেই।
তবে, মনে পড়ে এক সমন ১৫ এপ্রিল নববর্ষ পেয়েছি। আর ৩২ দিনের মাস সহ ক্যালেন্ডারও দেখেছি যখন প্রাইমারিতে পড়তাম।

বাংলা দিন শুরু হয় সকাল বেলার সুর্যদোয় থেকে।

বৈশাখ মাসে পূর্নিমাতে চাঁদ বিশাখা নক্ষত্রে কাছাকাছি থাকে।
এভাবে জোষ্ঠ তে জ্যোষ্ঠা নক্ষত্রের,
আষাঢ় এ আষাঢ়া নক্ষত্রের,
শ্রাবণে শ্রবনা  নক্ষত্রের,
ভাদ্র এ উত্তর ও পুর্ব ভাদ্রপদা  নক্ষত্রের কাছাকাছি।
আশ্বিনী (না আশ্বিনা? মনে নেই) নক্ষত্রের কাছাকাছি।,
কৃত্তিকা নক্ষত্রপুঞ্জের (এটাকে অনেকে সপ্তর্ষি বলে ভুল করে) কাছাকাছি।,
(অগ্রহায়নেরটা মনে নেই sad)
পূষ্যা নক্ষত্রের কাছাকাছি।
মঘা (এটা সিংহ রাশির আলফা নক্ষত্র) নক্ষত্রের কাছাকাছি।
ফাল্গুনী ( দুটা আছে) নক্ষত্রের কাছাকাছি।
চিত্রা নক্ষত্রের কাছাকাছি।

বি:দ্র: এসকল তথ্য আমার তারা দেখার জ্ঞান থেকে বলেছি। কোন রেফারেন্স ঘাটিনি। ছোটখাট ভুল হতে পারে।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (১৪-০৪-২০০৮ ২৩:৫৫)

Re: শুভ নববর্ষ ১৪১৫

খাইছেরে শিপলু ভাই আপনি দেখি জটিল হিসাবের হিসাবী।(y)
আমি এটার আগা মাথা কিছুই বুঝলাম না। cry

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২৯

Re: শুভ নববর্ষ ১৪১৫

৩০

Re: শুভ নববর্ষ ১৪১৫

শিপলু ভাই কখনো জ্যোতিষ বিদ্যা শিখেছিলেন নাকি? শনি রবি সম্পর্কে তো আপনার ভালই জ্ঞান। hehehehe;D;D;D

৩১ সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (১৫-০৪-২০০৮ ১০:৫৪)

Re: শুভ নববর্ষ ১৪১৫

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৩২

Re: শুভ নববর্ষ ১৪১৫

কালকে ব্যস্ত ছিলাম তাই আজকে শুভ নববর্ষ

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

৩৩

Re: শুভ নববর্ষ ১৪১৫

সরি দেরী হয়ে গেল, সবাইকে শুভ নবর্বষ। অনেকদিন পরে আসলাম আশা করি সবাই ভাল আছেন।

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৩৪

Re: শুভ নববর্ষ ১৪১৫

দেরী করেছেন তো কি ভুলে তো জাননি

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।