৪১ ০২-০১-২০১২ ২৩:৫৫ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নীল (১০-০১-২০১২ ০২:১৩)
Re: ফাঁসি!!
আহমাদ মুজতবা লিখেছেন:এখন কি হলো?
কিছুই ঠিক হয় নাইরে ভাই। আমাকে জোর করে আমার প্রাপ্য সম্মান থেকে বন্চিত করা হচ্ছে। যুক্তি হিসাবে যা বলা হচ্ছে তার কোনো আগা মাথা নাই, হাস্যকর ।
ভাই নিজের প্রাপ্য সম্মান জোর করে আদায় করতে গেলে তো সমস্যা যদি প্রাপ্যই হয় সেটা তো পাবেনই, আমার মনে হয় অলরেডি পেয়েছেন আপনার সম্মাননাই তো তার প্রমাণ তাই না?
৪৩ ০৩-০১-২০১২ ০২:৪৪ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নীল (০৯-০১-২০১২ ২২:৪৬)
Re: ফাঁসি!!
ভাই নিজের প্রাপ্য সম্মান জোর করে আদায় করতে গেলে তো সমস্যা
যদি প্রাপ্যই হয় সেটা তো পাবেনই, আমার মনে হয় অলরেডি পেয়েছেন আপনার সম্মাননাই তো তার প্রমাণ তাই না?
মুজতবা, অনেক কিছু লেখার ছিল, লিখেও মুছে ফেললাম। আমি ফোরামের কাউকে কষ্ট দিতে চাই না, আমিই না হয় একা একাই কষ্ট পাই।
Re: ফাঁসি!!
মুজতবা, অনেক কিছু লেখার ছিল, লিখেও মুছে ফেললাম। আমি ফোরামের কাউকে কষ্ট দিতে চাই না, আমিই না হয় একা একাই কষ্ট পাই। আমি না থাকলেই ফোরামের ভাল, কোনো ভেজাল হবে না। প্রজন্মের মায়া কাটাতে কয়েকদিন সময় লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোমাদের সবাইকে কিন্তু আমি সত্যি সত্যি অন্তর থেকে ভালবাসি, খুব মিস করব ভাইয়া তোমাকেসহ আরো অনেককে। তোমাদের কিন্তু এখন ফোরামের প্রতি অনেক দায়িত্ব, আমার তোমার প্রিয় এই প্রজন্ম পরিবারকে এগিয়ে নিয়ে যেও। হয়ত আরেকজন আসবে যে ফোরামকে চমৎকার হাসি আনন্দের উৎস বানিয়ে ফেলবে। সেই একজনের মাঝে আমাকে তোমরা হয়ত আবার খুজে পাবে।
কিছু বলার থাকলে বলে ফেলুন নিজের মনে কথা চেপে রাখা ঠিক না
Re: ফাঁসি!!
স্বপ্নীলঃ
হয়ত আরেকজন আসবে যে ফোরামকে চমৎকার হাসি আনন্দের উৎস বানিয়ে ফেলবে। সেই একজনের মাঝে আমাকে তোমরা হয়ত আবার খুজে পাবে।
দাঁড়ান... আপনার স্যাডিষ্টগিরি ছুটান লাগবে..
কে কি কইল না কইল.. তাতে আপনের কি?
হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
কে জানে কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা?
কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
হয়ত উহারই বুকে ভগবান জাগিছেন দিবা-রাতি!
অথবা হয়ত কিছুই নহে সে, মহান উচ্চ নহে,
আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়
ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
হয়ত ইহারি ঔরসে ভাই ইহারই কুটীর-বাসে
জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
আজিও বিশ্ব দেখেনি, -হয়ত আসিছে সে এরই ঘরে!ও কে? চন্ডাল? চম্কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
ওই হ'তে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দী-পাঠ।
রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!চাষা ব’লে কর ঘৃণা!
দে’খো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
তারাই আনিল অমর বাণী-যা আছে র’বে চিরকাল।
দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
সে মার রহিল জমা-
কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
এইটা আমার খুব প্রিয়... আপনাকে দিলাম। কেন দিলাম, পরে বলব।
৪৬ ১০-০১-২০১২ ০১:১১ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নীল (১০-০১-২০১২ ১১:৫৬)
Re: ফাঁসি!!
দাঁড়ান... আপনার স্যাডিষ্টগিরি ছুটান লাগবে..
![]()
কে কি কইল না কইল.. তাতে আপনের কি?
হাহাহা..ভাল কইছো। যাই হোক, প্রজন্মের বেশ কয়েকজন সদস্য ও আমার অনেক পরিচিত মানুষের অনুরোধ ও পরামর্শে আবার লিখতে শুরু করলাম প্রজন্মে। আমি থাকলে নাকি কেউ কেউ এক ধরনের উৎসাহ ও ভরসা পায়। আসলে আমি রাগ করেছিলাম কোনো একটি নির্দিষ্ট কারণের জন্য নয়, বরং রাগ করার পিছে অনেকগুলো আলাদা আলাদা কারণ ছিল যা অনেকেই জানে না বা আমি ইচ্ছে করেই সবাইকে জানাইনি। এসব কারণ নিয়ে আমার মত অনেক সদস্যের মাঝেই আমি প্রচন্ড ক্ষোভ লক্ষ করেছি। সেসব নিয়ে দুজন মডু, কয়েকজন সিনিয়র সদস্য আর অন্যান্য ফোরামিকদের সাথে আলাপ আলোচনা করার পর সবাই একমত হলাম: সমস্যা থেকে দূরে সরে থাকা কোন সমাধান নয়, সমস্যার পাশে থেকেই সেটা সমাধানের জন্য কাজ করে যেতে হয়। এজন্য উদাসীনদা, ইলিয়াস ভাই, মাটি ভাই, মেহেদী৮৩, নাকিব, জেলাল ভাই, সাইদুল, ফিরোজ সহ আরো অনেককে ধন্যবাদ
আসলে মাত্র ৫ দিন ফোরাম থেকে দূরে থাকলেই বলা যায় না কেউ বিদায় নিয়েছে, সেটা হতে পারে শুধু প্রচন্ড ব্যাক্তিগত ব্যস্ততায় বা আবেগের বশে সবকিছু থেকে একটা ছোট্ট ব্রেক, সেটার দরকার আছে। সেই ছোট্ট ব্রেকের পর উদাসীনদার ভাষায়: "স্বপ্নীল। ইটস্ ওকে নাও। লেটস্ ফরগেইট ইট। "
বর্তমানে অনলাইন লাইফের প্রতি আমার খুব একটা আগ্রহ নাই, কে কি বলল বা কে কি করল সেসব নিয়ে মাথা ব্যথাও নাই, তাছাড়া ব্যাক্তিগত জীবনে প্রচন্ড ব্যস্ততায় অতো সময়ও নেই এসব নিয়ে ভাবার। বিভিন্ন বিষয়ে আমার লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই, তাই অনলাইনে যখন লিখতে ইচ্ছা করবে- লিখব, লিখতে ইচ্ছা না করলে লিখব না, আর কোনোদিন গল্প লিখা হবে কিনা জানি না , আসলে গল্প জিনিসটা একদম মাথা থেকেই মুছে ফেলে দিয়েছি, তবে ভবিষ্যতে কি হবে জানি না। আমি নিজেকে কোন নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ রাখতে চাই না। আর যখন মন চাইবে, তখন প্রচন্ড ব্যস্ততার মাঝেও ফেসবুক, জিটক আর প্রজন্মে সবার সাথে আড্ডা দিয়ে যাবো।
বর্তমানে ব্যাক্তিগত জীবনে পাহাড়সম চাপের মাঝে আছি। টিউটোরিয়াল, এক্সাম, প্রেজেন্টেশন- সব মিলিয়ে একেবারে ছেড়া-বেড়া অবস্থা। মাঝে মাঝে মনে হয় মারা যাচ্ছি। এর মাঝে ডাইলেমা শুরু হয়েছে দুটো মেয়েকে নিয়ে। যে মেয়েটা আমাকে সবসময় পড়ালেখায় হেল্প করে, সে আমাকে অন্য আরেকটা মেয়ের সাথে ভাইভা নিয়ে ডিসকাস করার সময় দেখতে পেয়ে একদম কথা বলা অফ করে দিয়েছে। এখন দিনরাত হুদাই সরি সরি বলতাসি, কিন্তু কোনো লাভ হচ্ছে না সব ভেজালের মাঝে পড়ে আমার অবস্থা এক্কেরে কেরোসিন
Re: ফাঁসি!!
ওয়েলকাম স্বপ্নীল ভাই, কে কি কইছে সেটা জাহান্নামে যাক, আপনাকে পেয়েই আমরা খুশি
Re: ফাঁসি!!
ওয়েলকাম ব্যাক........স্বপ্নীল।
ওয়েলকাম স্বপ্নীল ভাই, কে কি কইছে সেটা জাহান্নামে যাক, আপনাকে পেয়েই আমরা খুশি
পুরাই পান্খা সহমত।
Re: ফাঁসি!!
ওয়েলকাম স্বপ্নীল ভাই, কে কি কইছে সেটা জাহান্নামে যাক, আপনাকে পেয়েই আমরা খুশি
আমিও সহমত।
আগে এমনটা হতো না। এখন আমাকেও কেউ কেউ টুকটাক (পঁচা কথা) বলে ! আমার তাতে যায় আসে না।
ফেইসবুক ফ্যানপেইজ (Plz, 'LIKE' this page !!! )
Re: ফাঁসি!!
Shopnil vai er ashole ki hoiche ? Erokom ekjon lok hotath kothay chole gelen . Please keu amake janan
Re: ফাঁসি!!
স্বপ্নীল ভাইয়ের আগমন
শুভেচ্ছা স্বাগতম
স্বপ্নীল ভাইয়ের কিছু হলে
জ্বলবে আগুন ঘরে ঘরে।
তবে এ কাজটি দ্রুততার সাথে করে ভদকা.......