টপিকঃ লিনাক্স ব্যবহারকারীদের সাহায্যের দরকার
একটা ব্যাপার খেয়াল করলাম । কেউ কোন সমস্যায় না পড়লে ফোরামে কোন পোস্ট দেয়না । আর ফোরামে সবার বিশেষ করে এক্সপার্ট দের আনাগোনা কম । হয়ত আমার ধারনা ভুল হতে পারে । যাই হোক নতুন ব্যবহারকারীদের কথা চিন্তা করে লিনাক্স এক্সপার্টরা কিছু সাধারণ সমস্যার সমাধান সম্বলিত একটি পোস্ট খুলতে পারেন । যেখানে শুধু সাধারণ সমস্যা ও তার সমাধান থাকবে যা লিনাক্স ব্যবহারকারীরা প্রতিনিয়ত সম্মখিন হন ।
আশাকরি মোডারেটররা এগিয়ে আসবেন । ধন্যবাদ ।