Re: প্রজন্মের মিলনমেলা ২০১২
গাজিপুরের যেকোন স্থানে করা হোক । নুহাশ পল্লী শুক্রবারে ফ্রী পাওয়া যাবে কিনা সন্দেহ, অনেক আগে থেকেই বুক্ড থাকে । ভাওয়াল জাতীয় উদ্যান পিকনিকের জন্য একটা দারুণ স্পট হবে বলে আমি মনে করি ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মের মিলনমেলা ২০১২
গাজিপুরের যেকোন স্থানে করা হোক । নুহাশ পল্লী শুক্রবারে ফ্রী পাওয়া যাবে কিনা সন্দেহ, অনেক আগে থেকেই বুক্ড থাকে । ভাওয়াল জাতীয় উদ্যান পিকনিকের জন্য একটা দারুণ স্পট হবে বলে আমি মনে করি ।
নুহাশ পল্লী শুক্রবারে ফ্রী পাওয়া যাবে বলে কিনা সন্দেহ, অনেক আগে থেকেই বুক্ড থাকে
নুহাশ পল্লী ভাড়া নেবার কস্ট কিন্তু অনেক!
২০০৪ সালে আমাদের স্কুল থেকে পিকনিকে গিয়েছিল.
স্পট ভাড়া ছিল ২৫,০০০.
এখন কত হবে?
ঢাকার ভেতরে তিন ঘন্টার আলোচনা সভার আয়োজন করলেই মনে হয় ভালো হয়।
গ্রুপে স্থান সম্পর্কে পুল দিলাম। সেখানেও ভোট দিতে পারেন https://www.facebook.com/groups/192514860804743/
আর ঢাকার বাইরে যেতে চাইলে সাইদুল ভাইয়ের পুলে ভোট দিতে পারেন।
টাঙ্গাইলের যমুনা রিসোর্ট পিকনিক স্পটে করলে কেমন হয়? ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, আবার যমুনার পাড়ের চমৎকার পরিবেশ। বিশাল এলাকা, খোলামেলা। আর নিরাপত্তার ব্যাপারে কি বলবো বাইরের কেউ ঝামেলা করার প্রশ্নই আসে না, ক্যান্টনমেন্ট এলাকা কিনা। এন্ট্রি ফি প্রতিজন ৩০ টাকা, তবে গ্রুপ হিসেবে নিলে অনেক কম হবে বলেই মনে হয়।
টাঙ্গাইলের যমুনা রিসোর্ট পিকনিক স্পটে করলে কেমন হয়? ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, আবার যমুনার পাড়ের চমৎকার পরিবেশ। বিশাল এলাকা, খোলামেলা। আর নিরাপত্তার ব্যাপারে কি বলবো বাইরের কেউ ঝামেলা করার প্রশ্নই আসে না, ক্যান্টনমেন্ট এলাকা কিনা। এন্ট্রি ফি প্রতিজন ৩০ টাকা, তবে গ্রুপ হিসেবে নিলে অনেক কম হবে বলেই মনে হয়।
তাইলে দুইদিনের পরিকল্পনা নিতে হবে। টাঙাইল যাওয়া আসাতেই 6 ঘন্টার উপরে লেগে যাবে!
ভাইয়ারা যাই করেন মার্চের ৮ তারিখের পরে করেন, মার্চের ৩-৮ মিড টার্ম
এত ঝামেলার চাইতে সবাই আমার ভার্সিটিতে আসেন!
কোন খবর নাই?
কোন খবর নাই?
টেনেটুনে জুনের পরে হউক, তাহলে আমার আসার একটা চান্স থাকে
মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ
চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই চাই
আমি ও চাই বাট মিট আপের ভিডিও
আমি ও চাই বাট মিট আপের ভিডিও
ভাই বইলেন না খুব কষ্ট পাইছি যখন শুনলাম মিটআপ হওয়ার সম্ভবনা অনেক কম। আসলে সতস্ফুর্ত ভাবে কেউ আগাই আসতেছে না। প্লেস ঠিক করার পর যা দেখতেছি এডমিন ভাইসাপ ও কিছু বলতেছেন না। একটা ১০-১৫ জনের টিম করলে এটা এরেঞ্জ করা খুব কষ্টকর হবে না যদি না অর্থনৈতিক কোন ঝামেলা থাকে, কি বলেন ?
ফ্যান্টাসি কিংডমে ওডেস্কের অফিশিয়াল মান্থলি মিটআপ 14 তারিখে, দেখি ওখানে কেমন হয়, তারপর ফিডব্যাক দিবানি
ফ্যান্টাসি কিংডমে ওডেস্কের অফিশিয়াল মান্থলি মিটআপ 14 তারিখে, দেখি ওখানে কেমন হয়, তারপর ফিডব্যাক দিবানি
We're looking for a good sponsor like you, then. :-)
কোথায় যে শেষ পর্যন্ত হয় আল্লাহ মালুম
এতো পুরনো টপিক হঠাৎ করে জেগে উঠলো কেন?
গতবারের মিটআপকে এবারেরটা মনে করেছে।
আমি আবার ভুলে ভোটাভুটিতেও অংশগ্রহণ করে ফেলেছি!
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মের মিলনমেলা ২০১২
০.০৯৩৯৫০৯৮৬৮৬২১৮৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.২৬৯৯৫৮০৯২৫৭ টি কোয়েরী চলেছে