টপিকঃ মাথা ব্যথার কারণ ও প্রতিকার
তবে এ কাজটি দ্রুততার সাথে করে ভদকা.......
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » মাথা ব্যথার কারণ ও প্রতিকার
প্রয়োজনীয় সুন্দর টপিক । ধন্যবাদ কেউ নাইকে
ছোট বেলাতে প্রচন্ড মাথায় ব্যাথা হতো,মানে মাথার পিছন পাশে ব্যাথা হতো।এখন আর আগের মতো ব্যাথা নেই।
ভালো পোষ্টের জন্যে ধন্যবাদ।
দারুন একটি টপিক
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অনেক প্রয়োজনীয়।
অশেষ ধন্যবাদ।
আমার মাঝে মাঝে মাথা ব্যাথা হয়, উপসর্গগুলোর সাথে মিলিয়ে দেখলাম বেশিরভাগই মিলে মাইগ্রেনের সাথে, খাওয়াদাওয়ায় অতিরিক্ত অনিয়ম এবং গ্যাস্টিকে আক্রান্ত হলে আমার চোখ ব্লার হয় এবং প্রচন্ড মাথা ব্যাথা হয় সাইডে। এটা নিয়মিত না। অবস্থা বেশি হলে বমি হয় এবং তারপর সুস্থ বোধ করি খুব দ্রুত। ব্যাটার হল আমার এই ব্যাথার সাথে কি মাইগ্রেনের অদৌ কোন সম্পর্ক আছে ?
ট্যাগ: নাকিব ভাই ব্রাসু ভাই
Very Helpful Thank...
আর ৩ দিন আগে পোষ্ট টা দিলে আমার ৫টাকা বেঁচে যেত। ধন্যবাদ গুরুত্বপূর্ণ পোষ্টটি করার জন্য
আপাততো মাইগ্রেইন এর টিটমেন্ট নিচ্ছি। বেশ সুস্থ। আমার মাথ ব্যাথা শুরু হয় যে কোন বিকট গন্ধ নাকে গেলে।
দারুন একটি টপিক
ক্রমাগত মাথা ব্যাথা থাকা কি মাইগ্রেনের লক্ষন নাকি চোখের সমস্যার কারনে নাকি স্বাভাবিক ? আমি অবশ্য চোখে কোন সমস্যা বোধ করি না। কিন্তু প্রায়ই মাথাব্যাথা থাকছে। সময়ভেদে কম বা বেশী। বেশীরভাগ সময় দুই কানের পিছনের দিকটাতে, আর বেশী হলে সামনে দুইপাশে। ব্যাথা বেশী হলে মাথা নীচু তো পরের কথা, হালকা নোয়াতেও পারি না, পুরা ঝিম ঝিম করতে শুরু করে। ব্যাথাটা মাথা থেকে প্রায় ঘাড় পর্যন্ত থাকে, মাঝে মাঝে ঘাড় নাড়াতেও ব্যাথাবোধ হয় আর কি।
পাশাপাশি মনে হচ্ছে ব্যাথাটা জাস্ট ব্যাথা না। প্রায় সপ্তাহ দুয়েক ধরে ঠান্ডা স্বর্দিতে ভুগছি। মাঝখানে দুইদিন ভালরকম জ্বরও ছিল, রিসেন্টলি খেয়াল করলাম, মাথা ব্যাথার সাথে খানিকটা নাকের কোন একটা অংশের যোগ আছে। সেখানেও খানিকটা ব্যাথা অনুভূত হয়, অনেকসময় নাক দিয়ে পানি ঢুকে গেলে যেরকম একটা অস্থির অবস্থার তৈরী হয়, খানিকটা সেরকম।
যাইহোক, এইরকম মাথাব্যাথা ভেবেছিলাম সপ্তাহখানেকে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু এখন দেখছি, সবকিছুতেই বাগড়া হয়ে দাড়াচ্ছে, ব্যাপারটা সহ্যের বাইরে চলে যাচ্ছে।
ডাক্তার দেখানো নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু আমি বেশ আলসে মানুস এসব ব্যাপারে, ডাক্তার আর অষুধ যত পারি ততটাই এড়িয়ে চলি। এখন যেহেতু উপায় পাচ্ছি না, কোন অষুধ বা অন্য কোন প্রতিকার থাকলে যদি জানান, খুবই উপকার হয়।
ধন্যবাদ।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » মাথা ব্যথার কারণ ও প্রতিকার
০.০৪৮৬৪৭৮৮০৫৫৪১৯৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.১৮৩২৬০২৩৭৯৮৮ টি কোয়েরী চলেছে