টপিকঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের শেষ কোথায়?

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও অনার্স কোর্সে পড়ুয়া শিক্ষাথী ভাই ও বোনেরা ভালো আছেন খুব তাইনা? কারণ ছাত্রজীবনের এতবড় একটা সময় আমরা কত আরামে কাটাচ্ছি। পরীক্ষা হয় দেড় বছর পর পর। কোন শিক্ষা জীবনে আপনি এত বড় একটা ছাত্রজীবন পাবেন যেখানে এত সময় লাগবে? আমাদের বয়সটাকে একটু ঝালিয়ে নেয় কিনা? হয়তো আমাদের বয়স্ক বানিয়ে কাজে লাগিয়ে দেওয়ার জন্য দেরীতে ছাড়িয়ে দেয়। কিন্তু হায়! সেই বৃদ্ধ বয়সে অনেকের কাজ জোটেনা। আমি  যদি ভুল বলি তাহলে বলবেন ভুলটা কোথায়?

জীবনে যা কিছু সুন্দর,সবই ভালো লাগে? অসুন্দরকে কেন ভালো লাগেনা?

Re: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের শেষ কোথায়?

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের শেষ কোথায়?

প্রাইভেট ভার্সিটিতেই ১ মাসের সেসনজট খাইছি এবার lol যদিও ঠেলে তুলে নিতেছে পরের সেমিস্টারেই  sad

এনিয়য়ে, জাতীয় বিশ্ববিদ্যালয় এর কথা আরকি বলব!!

Re: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের শেষ কোথায়?

প্রবলেম কি! আপনি ফাইনাল ইয়ার পেরুবার সময় দেখবেন আপনার নাতি-নাতনি ১ম বর্ষে ভর্তি হচ্ছে.... big_smile

Re: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের শেষ কোথায়?

আমি যাবো সেই পাহাড়ে, যে পাহাড়ে আদৌ কোন মানব সন্তান যেতে পারেনি...

Re: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের শেষ কোথায়?

সর্বশেষ সম্পাদনা করেছেন অয়ন খান (০৫-০৯-২০১২ ১৯:১১)

Re: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজটের শেষ কোথায়?