টপিকঃ লিনাক্স মিনট ১৩ মেইট ইন্সটল এর সময় সমস্যা
আমি ১৫ দিন হল লিনাক্স মিনট ১৩ মেইট ভার্শন টা ইন্সটল করেছি ডুয়েল বুট আলাদা পার্টিশনে জানালা ৭ এর সাথে । ইন্সটল এর সময় সব কিছুই ঠিক-ঠাক চলছিল কিন্তু যখন ইন্সটল এর শেষে Restart Now অপশন এ ক্লিক করি তখন DVD টা বের হয়ে আসে এবং আমি Enter Button চাপি । কিন্তু পিসি Auto Restart হয়নি । কিছুক্ষণ (বেশ কিছু সময়) অপেক্ষা করার পর আমি Reset button চেপে পিসি Restart করি এবং বুট মেনু থেকে লিনাক্স মিনট Select করে দেই । এরপর সরাসরি Desktop এ চলে আসে । আমি এখন পর্যন্ত লিনাক্স মিনট ১৩ ব্যবহার করছি কিন্তু কোন সমস্যা হচ্ছে না । মডেম ইন্সটল করেছি, বাংলা লিখছি, অনেক Program চালিয়েছি কিন্তু কোন সমস্যা হয় নি । আজ হটাত ফোরামে খেয়াল করলাম যে Restart Now অপশন এ ক্লিক করলে DVD টা বের হয়ে Enter Button চাপার পর পিসি Auto Restart হওয়ার কথা । কিন্তু আমার বেলায় তা হলনা কেন ?
Restart Now এ click করার পর DVD বের করে Enter Button Press করি । এর কিছু সময় পর Black Screen হয়ে যায় । Black Screen এর Very Left side এ উপরের দিকে একটা বিন্দু স্থির হয়েছিল ।
আমি যে DVD তা ইন্সটল করার জন্যে ব্যবহার করেছিলাম সেটা 4x Speed এ Write করা হয়েছিল । আমি Sumsung TrueDirect DVD Writer ব্যবহার করছি ।
এক্ষেত্রে কি কোন রকম সমস্যা হতে পারে । যদিও আমি কোন সমস্যায় পরিনি এখন পর্যন্ত । আসলে আমার কাছে ওটাই লিনাক্স এর একমাত্র DVD . কিছু বন্ধু লিনাক্স এর ব্যপারে আগ্রহী কিন্তু আমার ইন্সটল করে দিতে ভয় লাগছে ।
উত্তরের অপেক্ষায় থাকলাম ।