টপিকঃ শুভ নববর্ষ ১৪১৫
বছর ঘুরে আবার এসেছে বৈশাখ! বসন্তের রং ছাপিয়ে বৈশাখ নিয়ে আসে আরও কিছু বেশি, কিছু নতুন রূপ, কিছু নতুন রস!শুরু করে একটা নতুন বছর!মনে করিয়ে দেয় কিছু স্মৃতি, কিছু পাওয়া না পাওয়া! আবার স্বপ্ন দেখায়, নতুন কিছু আশায় কিছু নতুন করে চাওয়া!গত বছরের হাহাকার ছাপিয়ে স্বপ্ন দেখি নতুন করে বাঁচার মতো বাঁচতে! সুন্দর বাংলাদেশ আর একটু ভালভাবে থাকা, এই চাওয়া আমার ও আপনার জন্য, এই চাওয়া দক্ষিন কিংবা উওর অঞ্চলের মানুষের জন্য, এই চাওয়া সবার জন্য!
গত বৈশাখের আগেই জন্ম নিয়েছিল আমাদের এই প্রজন্ম ফোরাম! সকল বাংলা ভাষাভাষী মানুষের সুখ দু:খ ভাগ করে নেওয়ার জন্য একটি সম্পূর্ন বাংলা ফোরাম এই প্রজন্ম ফোরাম! কিন্তু চাওয়ার চেয়েও বেশী কিছু বয়ে এনেছে এই ফোরাম! নানা অঞ্চলের ছোট বড় নানারকম বাঙ্গালীর কথকতায়, গল্প, ছড়া, কবিতায় কিংবা ছবিতে আর সব ভুলে একাত্নতায় গড়ে উঠেছে একটা বড় পরিবার! এই পরিবারে আমরা যেন আরও আপন করে চিনেছি এই দেশটিকে!
নতুন বছরে প্রজন্ম ফোরামের হাটি হাটি পা পা এই পথচলাটা আমাদের সবার চাওয়াটাকে মিলে মিশে এক করে বন্ধনটাকে আরও দৃঢ় করবে এই প্রত্যাশায় সবাইকে বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা!