টপিকঃ লিনাক্স মিন্ট ১৩ এ সফটওয়্যার আন-ইন্সটলিং
গতকাল লিনাক্স মিন্ট ১৩(সিনামন) এর সফটওয়্যার ম্যানেজার থেকে ওয়াই-ফাই দুটো সফটওয়্যার ডালো করি।ডালো করার পর নেটওয়ার্ক কানেকশন থেকে ডিএসএল(ব্রডব্যান্ড) কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছে।আমি কোন ভাবেই এটাকে আর কানেক্ট করতে পারছি না।তবে উইন্ডোজ থেকে ঠিকই নেট কানেক্ট হচ্ছে।
এখন ঐ দুটো ওয়াই ফাই সফট আমি কিভাবে আন-ইন্সটল করতে পারি???