টপিকঃ ট্রান্সফরমার বানানোর ব্যাপারে সাহায্য দরকার।
আমি ১২০০:৮ ওহম এর একটা অডিও ট্রান্সফরমার বানানোর চিন্তা ভাবনা করলাম। আগে ট্রান্সফরমার এর কয়েল ঠিক করার কাজ করেছি। কিন্তু সেগুলো ছিল টিভি, ক্যাসেট ইত্যাদির। যেহেতু আমি আগে এ রকম কোন ট্রান্সফরমার বানাই নি সেহেতু ফোরামে কোন অভিজ্ঞ ভাই থাকলে প্লিজ এই ব্যাপারে আমাকে একটু হেল্প করেন। ট্রান্সফরমার এ যে রকম কোর থাকে এই অডিও ট্রান্সফরমার এ ওকি সেই রকম কোর লাগবে? নাকি মোবাইল চার্জারের মধ্যে যে রকম ট্রান্সফরমার থাকে তার উপরেই এই কয়েল প্যাচাবো? আর কত নাম্বার কয়েলের তার ইউজ করলে অল্প দৈর্ঘ্য ৮ ওহম ও ১২০০ ওহম রোধ পাবো? আমি চাই ট্রান্সফরমারটার আকার খুব ছোট হোক। কারণ, আমাকে খুব অল্প জায়গায় এটি সেট করতে হবে। আর কোন প্রকার কোর ব্যাবহার না করে চোঁচ কাগজের উপরে এই ট্রান্সফরমারটা তৈরি করা যাবে কি? আরেকটা কথা এই টাইপের ট্রান্সফরমার আগের কালের রেডিও এর মধ্যে থাকে। কারো কাছে যদি এই রকম কোন ট্রান্সফরমার থাকে, আর যদি তিনি আমাকে অটি দিতে চান তাহলে প্লিজ আমাকে একটি গোবা পাঠান। আরেকটি কথা, বাজারে এই ট্রান্সফরমারটি Armaco AT-49 নামে পরিচিত। কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে না কি সে ব্যাপারে আমি সিওর না। কেউ সিওর থাকলে আওয়াজ দেন।