টপিকঃ তাতাল (Soldering Iron) দিয়ে এখন কিভাবে কি করবো?
তাতাল (Soldering Iron) কিনেছি।
এখন এটা দিয়ে এখন কিভাবে কি করবো?
সংগে রাং (Core) এবং রজন (Resin) ও কিনেছি।
এই রজনটার মাজেজাটা বুঝবার পারতাছিনা
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » তাতাল (Soldering Iron) দিয়ে এখন কিভাবে কি করবো?
তাতাল (Soldering Iron) কিনেছি।
এখন এটা দিয়ে এখন কিভাবে কি করবো?
সংগে রাং (Core) এবং রজন (Resin) ও কিনেছি।
এই রজনটার মাজেজাটা বুঝবার পারতাছিনা
সবচেয়ে ভাল হয় (বেশী না) দশ মিনিট কোন ইলেকট্রিশিয়ানের দোকানে হাতেখড়ি নেও
ব্যাটা তাইলে রজন টা গছাই দিল ৩০ টাকা নিছে
ইলিয়াস ভাই কে অসংখ্য ধন্যবাদ।
সদস্য_১ ভাইকেও ধন্যবাদ
কি ঝালাই করবেন? তাতো বললেন না
রজনটা কিন্তু একেবারে এসেসশিয়াল না, ইভেন আমি কখনও রজন ব্যবহার করিনি হ্যা, রজন দিয়ে অল্প সময়ে কাজ করা যায়, সেখানে রজন ছাড়া হয়ত আমাকে অনেক সময় দিতে হয়, ঝষাঝষি বেশি সময় ধরে করতে হয়, বাট, রজন ছাড়াই অভ্যাস হয়ে গেছে,আর যতদুর জানি, রাং এর ভিতরেই রজন/সমজাতীয় পদার্থ পরিমানমত দেওয়া থাকে, ওটা দিয়েই কাজ হয়ে যায়
আমি শুধু ক্যাবল ঝালাই করতে রজনের ব্যবহার করি। তামাটাকে কালাই (প্রলেপ) না দিলে ঝালা ধরে না। এ ক্ষেত্রে রাংটা দেখে শুনে কিনতে হয় ভাল কোয়ালিটির রাং এ পরিমাণমত রজন দেয়াই থাকে ।
আমি খারাপ কোয়ালিটির রাং কিনসি। রজন দেয়া নাই।
বাট টেকনিকটাতো ধরতে পারতেছনি। রজনতো দেখা পাথরের মতন শক্ত
ভাই, তাতাল দিয়া কি কাজ করে সেটা না জেনেই তাতাল কিনলেন?
নাকি কেউ আপনার সাথে ব্যবসা করল?
প্রজন্ম ফোরাম » বিজ্ঞান » তাতাল (Soldering Iron) দিয়ে এখন কিভাবে কি করবো?
০.০৭৯৮৩৩৯৮৪৩৭৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৩৯.৪৮৬৯২৩৫৪৭৪০১ টি কোয়েরী চলেছে