টপিকঃ থ্রিডি ম্যাক্স শিখতে আগ্রহী
আমি নই, আমার এক আপু থ্রিডি ম্যাক্স শিখতে চাচ্ছেন। এই বিষয়ে কোথায় কোর্স করা যায় কারো আইডিয়া থাকলে শেয়ার করেন। উল্লেখ্য, আমার আপু থ্রিডি ম্যাক্স দিয়ে বিভিন্ন বাড়ির মডেল টাইপ এর জিনিসপাতি বানানোর জন্য শিখতে চাচ্ছেন। এক্ষেত্রে তাকে কি থ্রিডি ম্যাক্স এর পুরো A to Z শিখতে হবে? ড্যাফোডিল এ এই ব্যাপারে কোর্স করা যায় বলে জানি, কিন্তু সেটা পুরো এক বছরের কোর্স। শর্ট কোর্স এর ভেতর এসব বিষয় শেখা যাবে কি? গেলে কোথায় শেখা যেতে পারে? অথবা কেউ যদি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে কোর্স করিয়ে থাকেন, সেটাও শেয়ার করুন।
অগ্রিম ধন্যবাদ।