টপিকঃ মিন্টে ইউনিজয় সেটাপ করা
লিনাক্স মিন্ট ইনস্টল করলাম। প্রায় তিন বছর উবুন্টু ব্যবহার করে স্বাদ বদলাবার জন্য এই পরিবর্তন। দেখতে ভালই লাগছে কিন্তু মাঝে মাঝেই কিছু কিছু জিনিস ফ্রিজ করে। যাই হোক, অনেক চেষ্টা করলাম কিন্তু বাংলা কী-বোর্ড ইনস্টল করতে পারলাম না। উবুন্টুতে যেভাবে করেছিলাম ঠিক একই ভাবে ইউনিজয় সেটাপ করলাম কিন্তু কী-বোর্ড আসে না।
SCIM সেটাপ করে সেখানে Bangla ভাষার মধ্যে ইউনিজয় কী-বোর্ড সিলেক্ট করে রিস্টার্ট করলাম। তাও হচ্ছে না।
কেউ কি সমাধান দিতে পারেন? বা কোন লিংক?