টপিকঃ আইকর রসিদ এর ভাষান্তর

সালাম সবায়কে । প্রিয় বড় ভাই ও বোনেরা।আমি স্টুডেন্ট ভিসা সম্পর্কে একটা বিষয় জানতে চায়। আয়কর এর রসিদ সম্পর্কে । আমার বাবা আয়কর জমা দিয়েছে আমাদের এলাকার  পৌরসভা অফিস এ ।এটা বাংলা ভাসাই। কিন্তু আমার লাগবে ইংলিশ ভাসাই। এটা কে কি করে ভাসান্তর করব ,যদি কার জানা থাকে তাহলে শেয়ার করেন।

Re: আইকর রসিদ এর ভাষান্তর

প্রিয় স্বপ্নপ্রিয়, আপনি সম্ভবত আয়কর রিটার্ন দাখিল করার পর আয়কর অফিস থেকে পাওয়া রশিদের কথা বলছেন। ওটা আসলে কোথাও কোন কাজে দেবে না, অন্তত ভিসার জন্য কোন কাজে আসবে না।

আপনার জন্য প্রয়োজনীয় হলো আয়কর সনদটা। আয়কর রিটার্ন জমা দেবার সময় সনদটা ইংরেজী পাবার জন্যে আবেদন করা যায় কি না দেখেন। তা না হলে ওটা হাতে পাবার পরে নোটারী পাবলিকের মাধ্যমে অনুবাদিত করে নিয়ে কাজে লাগাতে হবে।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত