টপিকঃ আরও একজন মডারেটর
আমাদের ফোরামটি দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে। আজকে আরেকজনকে মডারেটরের দ্বায়িত্ব দেয়া হল। তিনি হলে আরাফাত ভাই। তিনি এই ফোরামের সবচেয়ে পুরানো সদস্য (এডমিন এর পর)। কিন্তু ব্যস্ততার কারণে এতদিন সময় দিতে পারেননি। এবার দিবেন বলেই আশা করছি।
এতে বর্তমান মডারেটরদের উপর চাপ কমবে বলেই বিশ্বাস।
আরাফাত ভাই, অনুগ্রহ করে আপনার বিস্তারিত আমাদের সকলকে জানান।
শুভেচ্ছা রইল আরাফাতভাই, সকল মডারেটর ও সদস্যবৃন্দের জন্য।:D