Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
এই এখানে দেখি নাস্তিকও আছে
@ আরণ্যক আপনাকেও ধন্যবাদ।আমি রাজনীতি সচেতন হলেও কমিউনিজম বা কোন রাজনীতি ঘরানা নিয়ে আগ্রহী নই।হ্যা বাংলাদেশে অনেকেই নাস্তিকতার সাথে কমিউনিস্ট এই কম্বিনেশন মেনে চলেন কিন্তু আমার ক্ষেত্রে সেরকম ব্যাপার নয়। চীন ও রাশিয়ার তথ্যগুলা নেটেই পেয়েছি সময় স্বল্পতার জন্য লিংকগুলা দিতে পারলাম না।ধর্মগুলা প্রাচীন আমল থেকেই আছে সেই তুলনায় আধুনিক বিজ্ঞানের বয়স মাত্র ৪০০ বছর এবং রাস্ট্রীয় ব্যবস্থায় নাস্তিকতারও কোন প্রয়োজন আছে বলে মনে করি না।আমার দরকার ধর্মশূন্য মানুষ কিংবা ধর্মকে ব্যক্তিগত পর্যায়ে রাখে এমন মানুষ।নাস্তিকতা বা ধর্ম কোনটারই রাস্ট্রীয়করণ বা রাজনীতিকরণের দরকার নাই।
@ মুজতবা কস্ট করে নেটে খুজুন।এই টপিকে আর লেখার ইচ্ছা নাই অযথাই ফোরামের পরিবেশ নষ্ট নাই বা করলাম।
আল্লাহ সম্পর্কে তা-মীমের যুক্তি তর্ক
-আচ্ছা আল্লাহ তো আকাশে থাকেন
-হ্যা
-আকাশতো শূন্য । তাহলে আল্লাহ পড়ে যান না কেন
-আল্লাহ তো আলোর তৈরী এজন্য পড়ে যান না
-মা শুন আল্লাহ যদি আলু হন তাইলে কি আমরা আলু রান্না করে খেয়ে ফেলি । আল্লাহ ব্যথা পান না
আমি বললাম বাবারে তোমাকে কিভাবে বুঝাই.........আলো মানে লাইট সূর্য যে আমাদেরকে আলো দেয় এরকম
-মা আমি আল্লাহকে দেখতে চাই........
বাবা আল্লাহকে তো দেখা যায় না
-তাহলে আল্লাহ আমাদেরকে দেখেন কিভাবে ।
আরো হাজারো প্রশ্নের সম্মুখিত হতে হয় তা-মীমের কাছে
ব্যাটা সারাদিন খালি প্রশ্ন নিয়া থাকে ।
কত কি যে প্রশ্ন তার মাথায়
ঘুরিয়ে ফিরিয়ে এসব প্রশ্নই করে যাচ্ছে আমার ছোট ছেলে তা-মীম যার বয়স এখন ৫ ছুই ছুই ।
বাপরে বাপ কি জানি কোন বিজ্ঞানীই হয় নাকি ব্যাটা বড় হইলে ।
ইফতার এর আগে রেডিও টুডে তে রমজান মাসের নিয়মিত আয়োজনে শুনলাম, বক্তা হুজুর বলছে,( বিস্তারিত বা নেট এর রেফারেন্স দিতে পারবো না) মহাভারতে অর্জুন এর সাথে কার যেন কথাপকথন এর সময় অর্জুনকে প্রশ্ন করা হয় , "সব ধর্ম শেষ হয়ে গেলে মানুষ কোন ধর্ম পালন করবে?" তখন অর্জুন বলে, "গুহার ভেতর থেকে একজন যে ধর্ম নিয়ে আসবে সে ধর্ম মানবজাতি পালন করবে। "
এটা কি হেরা গুহা আর মহানবীর কথা বলা হয়েছে?
আমি আগেও শুনেছি মহানবীর আসার কথা মহাভারতে লিখা আছে ।
আমিও এমন টা শুনেছি। স্কুলে পড়ার সময় ইনকিলাম/ইত্তেফাকে পড়েছিলাম কলির অবতারের সব গুণাবলি হযরত মুহম্মদ সঃ এর সাথে মিলে যায়। কিন্তু তখন সব কথা মাথার ওপর দিয়ে চলে যায়। শুধু মনে আছে কলি কাল এর সাথে আইয়ামে জাহেলিয়াতর সাদৃশ্য আছে।
সব স্মৃতি প্রসূত। কোন রেফারেন্স দিতে পারব না।
বেদে শেষ নবীর আগমনের ভবিষ্যৎবানী, তার পরিচয়,জন্মস্থান,পিতা-মাতার নাম, তার বন্ধুদের পরিচয় সবই দেয়া আছে।
ধন্যবাদ।
লেখকের হিসাবে কোথাও গোলমাল আছে! না হলে ৩ আগষ্ট শুত্রুবার ২০১২ বা ১৫ই রমযান ১৪৩৩ AH তো পার হয়ে গেল, কিছুই তো হল না।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
০.০৮০৯৬৫০৪২১১৪২৫৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৪.৩৮৭৭২২১১৩৫৯৫ টি কোয়েরী চলেছে