টপিকঃ সুপার স্লো মোশন বজ্রপাত
আজ টুইটারে ওয়েদার আন্ডারগ্রাউন্ডের টুইটে পেলাম এই ভিডিওটা। একটি বজ্রপাত কিভাবে হয় তার ভিডিও দেখুন।
প্রতি সেকেন্ডে ৭০২৭ টা করে ছবি ক্যাপচার করা হয়েছে। সাধারণ ভিডিওতে ৬০ টার বেশি ছবি বা ফ্রেম থাকে না কখনও।
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।