Re: সুপার স্লো মোশন বজ্রপাত
অনেক সুন্দর
Re: সুপার স্লো মোশন বজ্রপাত
কঠিন সুন্দর
ভয়ংকর সুন্দর
বাপরে শব্দ শুনলেই ভয় লাগে
ধন্যবাদ শিপলু ভাইয়া
Re: সুপার স্লো মোশন বজ্রপাত
দারুন তো
Re: সুপার স্লো মোশন বজ্রপাত
কেউ ব্যাপারটা ব্যাখ্যা করলে ভাল হত। প্রথম স্টেজ বিদুৎ জালের মত ছড়িয়ে যাওয়া অনেক দ্রুত সেই তুলনায় দ্বিতীয় স্টেজ মানে বিদুৎ ডিসচার্জ স্টেজ অনেক লম্বা। সেটা কেন হচ্ছে?
ভিডিও দেখে মনে হল বিদুৎ বিভিন্ন দিকে ছড়িয়ে পরে একটা স্টেবল ডিসচার্জ পাথ খোজার চেষ্টা করছে। একটা পাথ পাওয়া যাওয়ার পর (এক্ষেত্রে মাটি) অনেক সময় নিয়ে শুধু সেই পাথ দিয়েই বিদুৎ ডিসচার্জ হচ্ছে। আসলে ব্যাপারটা কি?
Re: সুপার স্লো মোশন বজ্রপাত
২য় স্টেজে তো মনে হচ্ছে বিদ্যুত মাটি থেকে আকাশে যাচ্ছে। কেও ব্যাখ্যা করতে পারবেন?