Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
যাদের হাতে স্যাটেলাইট, মিডিয়া তারা বিশাল কোনো ডজ দিলেও ধরা আসলেও মুশকিল। তবে যাই হোক ব্যাপারটা গর্ব করার মতই
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
যাদের হাতে স্যাটেলাইট, মিডিয়া তারা বিশাল কোনো ডজ দিলেও ধরা আসলেও মুশকিল। তবে যাই হোক ব্যাপারটা গর্ব করার মতই
এতকিছু বুঝিনা । আল্লাহ আছেন এর বড় প্রমাণ হল কোন কিছুই আপনা আপনি সৃষ্টি হতে পারেনা , সবই তাঁর (আল্লাহর) সৃষ্টি । যদি কারো মনে হয় পারে তাহলে প্রমাণ করুন ।
ইনভার ভাই কোরআন দাবী করে এটাই শেষ ধর্মগ্রন্থ। এর মাঝে কোনো ভুল নেই সুতরাং এটাতে যে বেহেশত আছে সেখানেই সবাই যাবে
কিছুদুর পড়ে আমার ব্রেইন ক্র্যশ করেছে।
তবুও বড়দের মাঝে কিছু নরমাল প্রশ্ন করি।
১) কোরআন নিয়ে ননইসমালিক মানুষরা কি মনে করেন? এটা কিভাবে সৃষ্টি হয়েছে? একা হযরত মুহাম্মাদ (সাঃ) এতো জটীল একটা জিনিষ লিখেছেন? যদি একজন এর পক্ষে এটা অসম্ভব ধরি তাহলে এটা আসলে কোথা থেকে তৈরি?
২) মেজর ২ ধর্ম ক্রিশ্চিয়ানিটি আর ইসলাম অনেকটাই এক। ইসলাম কে ক্রিশ্চিয়ানিটির আপগ্রেডেড ভার্শন মনে হয়। তাহলে ধর্ম হিসেবে এই ২ এর একই কি সেরা নয়? (আরেকটু ডিটেইলস এ গেলে ইসলাম আগায় যাবে)।
৩) আরেকটি জিনিষ জানতে চাই। ২০০০ বছরের ইতিহাস নিশ্চয়ই এতো বিকৃতি হয় নি। আমার প্রশ্ন হলো নবী আর রাসুলরা তাহলে সত্যিই পৃথিবীতে ছিলো এবং তারা তাদের আগের নবীদের অস্বীকার করেছেন কি? না করলে ধর্মে বিশ্বাসটা একটু জোরদার হয়।
4) আর এন্ড রেজাল্ট যাই হোক, ধার্মিক জীবন তো আমার কাছে বেটার লাগে (সেটা যে ধর্মই হোক)। আল্লাহ বা দেবতা যাকেই কেউ একটুও ভয় পাবে সে কি কম আকাম করবে না?
5) @সারিম:
আবার দাঁড়িয়ে প্রশ্রাব আমাদের ধর্মে বাধা। একজন আমাকে বললো এতে নাকি ক্যলসিয়াম বের হয়ে যায় শরীর থেকে, এটা কি সত্যি?
অর্ণব ভাইয়া টপিকের অলিখিত রুলজ মনে হচ্ছে ধর্মের মধ্যে সাইড-বাই-সাইড কম্প্যরিসন না করা। ধার্মিক জীবন বেটার কারণ মানুষের ব্রেইণ স্ট্রাকচারটা ঐভাবে গঠিত যে সবকিছুতেই আমাদের লেফট সাইড (ব্রেইনের) সেন্স মেইক করতে চায়। এবং ধর্ম হচ্ছে তার সবচেয়ে সহজ উপায়। কেন? ঈশ্বর বলেছেন তাই করতে হবে। কি হলো? ঈশ্বর শাস্তি দিয়েছেন এটা উনার পরীক্ষা
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
০.০৬০০৩৪৯৯০৩১০৬৬৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৮.৩৮০১০৩২৭০৩৮৮ টি কোয়েরী চলেছে