২১ ২৮-০৭-২০১২ ০৪:৩২ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৮-০৭-২০১২ ০৫:২৪)
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
আমার একটা প্রশ্ন
বিবর্তনবাদ বলছে অনেক কিছুর বিবর্তনের ফলাফল আজকের আমরা। আজকের আমরা থেকে ভবিষ্যতে নতুন কিছু কি আসবে না? এতদিন ধরে এতোগুলো ধাপ পেরিয়ে বিবর্তন এসে হোমসেপিয়ান্স এ কি আটকে গেছে ?
২৬ ২৮-০৭-২০১২ ১২:৪১ সর্বশেষ সম্পাদনা করেছেন আহমাদ মুজতবা (২৮-০৭-২০১২ ১২:৪৪)
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
বস থিইজম আর ডিইজমের ডিসটিংগুইশ টা কি এখান থেকেই হলো।
যে একদল বলে যে সৃষ্টি করে আমাদের সব এফ্যেয়ারে জড়িয়ে আছেন আর আরেক দল যারা কিনা ইভ্যুলুশন বিশ্বাস করেন আবার ওদিকে ডিইস্ট তারা ভাবেন যে শুধু ইউনিভার্সের বিস্ফোরন ঘটিয়েই তিনি থেমে গেছেন বাকি সব ছবির মতো হয়েছে। যেই মুভির খুব ভালো একজন ডেডিকেটেড দর্শক আছে উইথ এন আনডিভাইডেড এটেনশন ?
পার্থক্য নিয়ে কিছু ব্যাখ্যা চাই এই দুইয়ের
আর সত্যিই যদি অনটোলজিক্যল কোনো এক্সপ্ল্যনেশন না থাকে তাহলে তো এগনস্টিজম সবচেয়ে ভালো
২৭ ২৮-০৭-২০১২ ১৭:৫৩ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৮-০৭-২০১২ ১৯:৪৩)
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
২৮ ২৮-০৭-২০১২ ১৯:৪৯ সর্বশেষ সম্পাদনা করেছেন মুক্তবিহঙ্গ (২৮-০৭-২০১২ ২১:৪১)
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
invarbrass ভাই একটা প্রশ্ন ছিল, কেউ যদি ধর্মপালন করে এবং ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান থাকে তবে তাকে কি এ্যাগনোস্টিক বলা যায়? ধরুন তিনিও এ্যাগনোস্টিক দের মত ঈশ্বর আছেন কি নেই সে ব্যাপারে সন্দিহান আছেন। কিন্তু "যদি থাকেন" সেই ভিত্তিতে তিনি তার পৈতৃক ধর্ম পালন ও করে যাচ্ছেন, তাকে তো এ্যাগনোস্টিক বলা যাবে না, তাকে কী বলা যায়?
আর হ্যাঁ আপনার জ্ঞানের পরিধী দেখে আমি মুগ্ধ। এখন আমাকে আপনার এ যাবত কালে প্রজন্মে প্রকাশিত সকল লেখা পড়তে হবে। এটা আমার একটা রোগই বলা যায়।
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
হ্যা ভাল কথা- The Origin of Man - ড. মরিস বুকাইলি এই বইটা পড়িছি এখন। এখানে না না যুক্তি তর্ক দিয়ে ডারউইনের মতবাদ কে ভুল প্রমানিত করা হয়েছে বা চেষ্টা করা হয়েছে। আগ্রহীরা পড়ে দেখতে পারেন।
বিবর্তনবাদের জনক হিসাবে আমরা ডারউইনকে জানলেও বিবর্তনবাদের জনক কিন্তু ফরাসী বিজ্ঞানী লামার্ক।
আরও কিছু মজার বিষয়, বিবর্তনবাদের মুল লক্ষ্য হলো যোগ্যতমের টিকে থাকা। অথচ দেখা গেল এক কোষীয় প্রাণী বিবর্তনের ফলে বহু কোষীয় প্রাণীর সৃষ্টি হয়েছে টিকে থাকার তাগিদে। অথচ পৃথিবীতে এখনও এক কোষীয় প্রাণী দিব্বি টিকে আছে। কিছু বিবর্তিত হলো আর কিছু আগের মতই থেকে গেল কার ইশারায়?
পৃথিবীতে আরশোলা টিকে আগে সেই প্রাচীন কাল থেকেই কোন রকম বিবর্তন ছাড়াই। কেন?
মানুষ সহ প্রতিটি প্রাণীই পরিবেশ দারা অভিযোযিত হয়। পাহাড়ে অবস্থান করা মানুষ আর সমতলের মানুষের গঠন গত কিছু পার্থক্য থাকে। আবার কোন প্রানী যদি কিছু অংশ ব্যাবহার না করে তাহলে তা ক্ষয় প্রাপ্ত হতে থাকে বা বিলুপ্ত হয় আবার যে অংশ বেশি ব্যবহৃত হয় তা সুবিধা মত পরিবর্তিত হয়। যেমন পানিতে বেশি বাস করা পাখিদের পায়ের পাতা। এ সব পরিবর্তন হতে কিন্তু লক্ষ লক্ষ বছর বা হাজার হাজার বছর লাগেনি।
এখন মানুষের বিবর্তন কত বছর ধরে হচ্ছে? গত কয়েক হাজার বছরে কেন মানুষের কোন পরিবর্তন আসলো না।
আমার কাছে অবশ্য আরশলার মোটামুটি অপরিবর্তিত থাকা আর এক এখনও এককোষী প্রাণীদের অস্তিত্ব থাকা বিশাল ধাঁধা মনে হচ্ছে। তবে কেউ কি চাচ্ছে বিশেষ কোন প্রজাতিকে বিশেষ ভাবে পরিবর্তিত করতে?
আর একটা বিষয় নিউটনিয় ফিজিক্স এর প্রভাবে দীর্ঘদিন বিজ্ঞান ছিল বস্তু কেন্দ্রিক। কিন্তু এখন কোয়ান্টামে মেকানিক্স এর বিকাশের সাথে সাথে দেখা যাচ্ছে পদার্থ বিজ্ঞানের বিভিন্ন ব্যাখ্যায় দর্শকের উপস্থিতি অপরিহার্জ। যা এক সময় কল্পনা করা যেত না। সামনে হয়ত আরও অনেক এরকম বিস্ময় থাকবে।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
৩১ ২৮-০৭-২০১২ ২১:১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন ভার্চুয়াল দিনমজুর (২৮-০৭-২০১২ ২১:২৯)
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
৩৩ ২৮-০৭-২০১২ ২২:৪০ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৮-০৭-২০১২ ২২:৫৩)
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
Re: 'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস
আসলে টপিকটা কাজে লেগেছে বলে মনে হচ্ছে । আনেক কিছুই জানতে পারলাম । তবে একটা প্রশ্ন মনে জাগছে যে ব্রাসু ভাই কি কিয়ে পড়ালেখা করেছেন / করছেন । আমি আপনার লেখায় একজন শক্তিশালী লেখক স্বত্বা খুজে পাচ্ছি । যাদি কখনো বই লেখেন নামটা অন্তত দিবেন । আসলে আমাদের জানা দরকার , আমরা সামান্য জ্ঞান নিয়ে অনেক অনেক কিছু বলার চেস্টা করি । আমি অনেকে দেখেছি যে তারা নিজেদের নাস্তিক বলে কিন্তু কেন তারা নাস্তিক তারা সেটা জানে না , আমার ধারোনা তারা নিজেদের কে নাস্তিক দাবি করে সবার কাছ থেকে আলাদা হতে চায় ।
অফ টপিকঃ মহাকাশ নিয়ে আমার কোনো সন্দেহ নেই , কিন্তু চাদে মানুষ গেছে এটা নিয়ে আমার অনেক সন্দেহ । আমার একটা প্রশ্ন হল মানুষ চাঁদে গেছে এই কথা শুনেছি , কিন্তু মাত্র একবার ই শুনেছি , অই একবারের পরে কি কেউ চাঁদে যায় নাই ?