টপিকঃ কোন ইউনিতে ভর্তি হব? একটু পরামর্শ প্রয়োজন

আমি S.S.C তে GPA 5 (নরমাল) এবং অসুস্থ থাকার কারনে এবারের H.S.C 4.30 পেয়েছি। এখন আমার বাবা আমাকে ঢাকায় প্রাইভেট ইউনিতে L.L.B তে ৪ বছর মেয়াদি সম্মান কোর্সে ভর্তি করাতে চান। এবং পরে আমাকে ব্যারিস্টার বানাতে চান।


কিন্তু আমার এ লাইন সম্পর্কে কিছু জানা নাই বলে এখন বিজ্ঞ বড় ভাইদের কাছে আমার কিছু পরামর্শ চাই। যেমন-

১. এ বিষয়ে পড়াশুনা করার জন্য ঢাকার কোন প্রাইভেট ইউনি ভাল হবে।
২. এবং কিরুপ খরচ পরবে।
৩. পেশা হিসাবে ব্যারিস্টারি কেমন হবে।
৪. আর ব্যারিস্টারি নাকি দেশে পড়া যায় না। তাহলে পরতে হলে কি করতে হবে।

Re: কোন ইউনিতে ভর্তি হব? একটু পরামর্শ প্রয়োজন

ব্যারিস্টারি বলতে বার-এট-ল যেটা বুঝায় সেটার জন্য বিলাত যেতে হবে যতদূর জানি। বাকিটা আমাদের নীলা ম্যাডাম ভালো বলতে পারবে।

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কোন ইউনিতে ভর্তি হব? একটু পরামর্শ প্রয়োজন

অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কোন ইউনিতে ভর্তি হব? একটু পরামর্শ প্রয়োজন

আমি যতদূর জানি বনানীর সাউথ ইস্ট ইউনিতে ল' আছে।আর কোন ইউনিতে আছে কিনা জানা নেই।

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কোন ইউনিতে ভর্তি হব? একটু পরামর্শ প্রয়োজন

ব্র্যাক এ পড়তে পারেন।

ইমরান তুষার'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কোন ইউনিতে ভর্তি হব? একটু পরামর্শ প্রয়োজন