Re: সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
আজ দেখে শেষ করলাম, Game Of Thrones - Season 1 সিরিয়ালটার আয়োজন দেখে অবাক হইলাম, এত্ত বিশাল! চমৎকার কাহিনী! এইরকম একটা কাজকে ১০/১০ না দিলে কিপ্টামী হবে!
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
আজ দেখে শেষ করলাম, Game Of Thrones - Season 1 সিরিয়ালটার আয়োজন দেখে অবাক হইলাম, এত্ত বিশাল! চমৎকার কাহিনী! এইরকম একটা কাজকে ১০/১০ না দিলে কিপ্টামী হবে!
আসলে ইংলিশ টিভি সিরিয়াল যে আছে এটা আমি জানতামই না, বা বিভিন্ন চ্যানেলে যে এগুলা দিত তা পছন্দ করতাম না, পরে প্রজন্ম থেকে জানলাম। যাক আমার প্রথম সিরিয়াল শুরু হয় Prision Brack SeasoN 1 দিয়ে এর পর Game of Throwns SeasoN 1 2, Walking Dead SeasoN 1 2, Spartacus SeasoN 1 2 3 (Blood and Sand, Gods of Arena. vengeance), The River SeasoN 1, দেখলাম। এখন Prision Brack SeasoN 2, Once Upon a Time SeasoN 1 ডালো দিছি।
Anyway, SeasoN ডালো দিয়া অপেক্ষা করতে আর ভাল লাগেনা, কারো যদি SeasoN এর এগুলা ছাড়া যদি অন্য কোনো SeasoN থাকে তো আমারে একটু ডাক দিয়েন। আর এগুলা যদি কারো লাগে নিতে পারেন, আর আমার কাছে Portable hard disc এ কিছু মুভি Collection ও আছে। (বাসা সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইরপার এর কাছাকাছি হইলে ভালো হয়।)
এখন দেখছি Lost! Lost - Season 1 শেষ করলাম! অসাম একটা সিরিয়াল! অবাক হই আইডিয়া দেখে সিরিয়াল টার! অনেক কিছু শেখার আছে এই সিরিয়ালটার মধ্যে! প্রথম সিজনের জন্য আমার রেটিং ১০/১০
Lost সব গুলো সিজন দেখে শেষ করলাম কয়েকদিন আগে! অদ্ভুত একটি সিরিয়াল! লাইফ নিয়ে জানার, শেখার, বুঝার অনেক এলিমেন্ট আছে এই সিরিয়াল টায়! পুরো সিরিয়াল কে আমার রেটিং ১০/১০
এখন দেখা শুরু করেছি, Scrubs, Season 1 দেখা শেষ! ভালই লাগছে!
Game of Throwns Season 2 শেষ করলাম। অসাম এক সিরিজ। কাহিনীর এত বিস্তৃতি।
আমার কাছে খুব ভালো লাগে সনিতে প্রচারিত "বড় আচ্ছা লাগতা হ্যায়" আমি প্রতিদিন (শুক্র, শনি, রবি ছাড়া) দেখি
লস্ট এর বেস্ট সিজন হল সিজন ১। আমার কাছে প্রথম ২টি সিজন ভালো লাগছে কিন্তু পরে যত সিজন আসল বাড়তে থাকল গাজাখুড়ি। লাস্ট সিজন তো কোনো রকমে শেষ করল। বলতে গেলে সিরিজটা সুপার ডুপার হিট হওয়ার কারনে প্রডিউসার/ ডিরেক্টররা টাকা কামানোর ধান্দায় ৫-৬ সিজন তৈরী করল। যাই হোক পাবলিকের দরকার বিনোদন, তা পাইলেই হল। সবার পছন্দ, রুচিবোধ একরকম না!
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী টিভি সিরিয়াল দেখলেন?
০.০৪৮৩৭৩৯৩৭৬০৬৮১২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫২.৪৫৩৭৩৬১৬৮৯৫৪ টি কোয়েরী চলেছে