টপিকঃ গ্রামীন ব্যাঙ্ক এর চাকুরী তথ্য
আমাকে দয়া করে বলুন যে, আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার ২৯/০৬/২০১২ইং তারিখে প্রকাশিত গ্রামীন ব্যাঙ্ক এর সার্কুলার খুজলাম কিন্তু পেলামনা। কেমনে পাব সেই সার্কুলার আমাকে জানান। অথবা JPG ফরমেটে আমাকে পাঠান। আমার ভীষণ প্রয়োজন।
যদি এই পোস্ট করার আমার ক্ষমতা না থাকে তাহলে মডারেটর স্যার এটি সরিয়ে দিতে পারেন। কেননা আমার জানা নাই এইপোস্ট করা ঠিক কিনা।