টপিকঃ আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

দেশের বাইরে আন্ডারগ্র্যাড করার জন্য কিছু পরামর্শ দরকার। কেউ যদি কিছু জানেন তাহলে সাহায্য করবেন।

দেশে থেকে অনার্স করতে ইচ্ছে করছে না। পুরাই ফাউল...
তাই বাইরে পড়াশোনা করবো। আই,এল,টি,এস/টোফেল করে যে কোনো একটা দেশের জন্য ট্রাই করতে চাচ্ছি।

এই কয়দিন ইন্টারনেটে প্রচুর সার্চ করলাম এইসব নিয়ে। যা দেখলাম আন্ডারগ্র্যাড করার জন্য দুইটা উপায় আছে দেশের বাইরে এক হচ্ছে কলেজ থেকে ডিপ্লোমা অথবা ডিগ্রী করা আরেক হচ্ছে ইউনিভার্সিটি থেকে অনার্স করা (বি,এস,সি) যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স। এখন জানার বিষয় হচ্ছে ডিপ্লোমা/ডিগ্রী সার্টিফিকেইটের ভ্যালু কি রকম? এগুলা করে কি ভালো কোনো ইউনি থেকে গ্র্যাজুয়েশন করা যাবে? এর জন্য কলেজ বেটার হবে নাকি ইউনি? আমার লক্ষ্য স্টাডি কন্টিনিউ করে ভালো কোনো পজিশনে যাওয়া তাই কোনো ধুন-ফুন সার্টিফিকেইটের জন্য ট্রাই করতে চাচ্ছি না। ভালো মতো ব্যাপারটা জেনে ডিসিশনে আসতে চাচ্ছি। প্লিজ কেউ সাহায্য করুন।

স্পেশালি *কানাডা*, জার্মানী আর ফ্রান্সের ব্যাপারে জানতে চাচ্ছি...

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

দেশের  University গুলো খারাপ না ! তবে আপনি যদি theory তে বেশি মার্ক পেতে চান তবে যেতে পারেন !তবে অবশ্যই বিদেশে পড়া ভাল হবে ! জার্মানি পদার্থ , রসায়ন এর জন্যে ভাল ! কানাডা তে  Computer background যে কোন সাবজেক্ট এ পড়তে পারেন ! দেশে পড়ে credit ট্রান্সফার করতেও পারেন ! আর সোজা কথায় বলি বিদেশের অবস্থা খুব ভাল না ! দেশেই থাকুন ! এখানের  university গুলো অনেক ডেভেলপ করেছে !

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন আহমাদ মুজতবা (১৩-১১-২০০৯ ২৩:৫৮)

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

বুঝলাম না এক ইউনি তে পরীক্ষা দেয় কোটি কোটি পোলাপাইন। চান্স পায় ২/৩ জন বাকী সব কি বানের জলে ভাইসা আসছে? ভালো ইউনি আছেই হাতে গোনা কয়েকটা... মেধাবী ছাত্র আমি বলবো তার তুলনায় অনেক অনেক বেশী। শুধু আই,বি,এ গুলা বাদে একটাতেও ট্রাই মারি নাই আজিড়া সময় নষ্ট  sad কত পোলাপাইন দিন রাইত খাইটাও ঘুরতাছে কোনো কিছুতে চান্স পায় না। নর্দান, ইস্টার্ণ ওয়েস্টার্ণ এইসব হাবি জাবি ইউনিতে পরে লাভ টা কি হল? বেহুদা একটা সার্টিফিকেইট। মার্কেটের উপরের তলায় ইউনি  roll আর কি বলবো তপু ভাই  hairpull আর কিছু আছে হাই-ফাই পেরাইভেট ইউনি টাকা নষ্ট ভর্তি হওয়া মানেই। উল্টা পাল্টা ফ্যাশন এবং ওয়েস্টার্ণ কালচার ফলো করার ব্ থা চেষ্টা। এইসব পোলাপানের মুড-মাট দেখলেই যায় মেজাজ খারাপ হয়া  angry

তারচে ভালো বাইরে গিয়া পড়াশোনা, নিজের মত নিশ্চিন্তে থাকা।

যাই হোক আসল কথা্‌ হচ্ছে পরামর্শ দরকার  smile

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

@মুজতবা,
আপনি কি এখন দেশে কোথাও পরতাছেন? মানে কোনও ইউনি?
আন্ডারগ্রাজুয়েটে কানাডা র চিন্তা বাদ দেয়া বুদ্ধিমানের। ফ্রান্স গিয়া এত টাকা দিয়া পইরা লাভ কি?
বাকি থাকে জার্মানী, যদি জার্মানী আসতে চান তবে দেশে একবছর কোন ইউনি তে পরে আসবেন আর জার্মান ভাষা শিখে আসবেন। কারণ জার্মানীতে ইউনিতে পড়তে হলে ১৩ বছরের শিক্ষা লাগে।
আর বিদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ ভালোর উপর পরাশুনার কোনো ইফেক্ট নাই।
আমার মতে ডিপ্লোমা না করাটাই বেটার।
ওহ জার্মানী আসতে চাইলে অবশ্যি নিজে নিজে ট্রাই করবেন ইদানিং বাংলাদেশে ssbcl নামে এক কোম্পানী ডাকাতি শুরু করছে। ভাবতে খারাপ লাগে বাংলাদেশের পোলাপাইন এত ভোদাই কেন এগো হাতে এত টাকা ক্যান দেয়। যাই হোক এইটা নিয়ে বিস্তারিত একটা পোষ্ট দিমুনে।
আর জার্মানীর ভিসা পাওয়া খুওব সহজ।

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

ডিপ্লোমা কইরা ডিপ্রেসে আছি। আর কিছু কমু না। লজ্জা লাগে এহন।
ভালো প্রাইভেট দেশেও আছে। যদি সত্যিই পড়াশুনার করার ইচ্ছা থাকে। তো একটায় ঢুইকা যাও এটাই বেটার। কে কি করল না করল সেগুলো দেখলে পড়তে হবে না। কারন এটাই এখন নিয়ম। প্রাইভেটেই অনেক ভালো ইউনিভার্সিটি আছে। সব হচ্ছে নিজের কাছে ব্যাস। বিদেশে পড়াশুনা হয়। তবে নিজের ইচ্ছা লাগে অনেক। যেটা দেশে করলে পড়ে বিদেশে আইস্যা কাদঁতে হয় না। ব্যাস। দুঃখিত অনেক কিছু লিখা ফালাইলাম।

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

জার্মানীতে বিবিএ, এমবিএ কেমন হবে কেউ বলবেন প্লিজ ??

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

ভাই সত্যি কথা কি বলব......... যারা দেশে থেকে কোন কিসসু করতে পারে না তারাই যায় বিদেশে,এই প্রিয় মাতৃভূমির ১৪ গুষ্টি উদ্ধার করতে করতে  angry
সত্যি কথা সব সময় তিতা, আপনার অপেক্ষায় থাকব আমি,দেখব বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে আপনি কি করতে পারেন আর আমি করতে পারি, ওপেন চ্যালেঞ্জে গেলাম আপনার সাথে কারন এই গরিব দেশটাকে একটু বেশিই ভালবাসি,আপনার থেকে বেশি এটা হলপ করে বলতে পারি। neutral
ভাল থাকবেন।

দেখবার আইলাম দুনিয়াডা!!!

১০

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১১

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

দেখবার আইলাম দুনিয়াডা!!!

১২

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

প্রথমত, আপনার কমেন্ট বড়ই আক্রমণাত্নক। এরপরও যদি আপনি বলেন এইটা ন্যুইসেন্স ট্রিগার করেনা তাহলে আপনি লুকাপ করুন শব্দটার মানে।

এরপর আপনি টপিকের ডেইট মনে হয় না খেয়াল করেছেন। এমন একটা সময়ে পোস্ট খানা করা হয়েছিলো যখন ভর্তির ব্যাপারগুলো নিয়ে একটু ফ্রাস্টেশনে ছিলাম যেটা আমার মনে হয় বাংলাদেশের ৯৯ ভাগ স্টুডেন্টই করে থাকে। এবং এরপরেও আমি দেশকে মোটেও ফাউল বলি নাই, শুধু মাত্র একটা স্পেসিফিক পার্টকে ফাউল বলেছি যেটা অবশ্যই এখনও বলবো। একটা দেশের যে সবকিছু ১০০ পার্সেন্ট ভালো হতে হবে তা অবশ্যই না, এমনকি সেই দেশে জন্ম নেয়া মানেই যে সব কিছুর সুনাম করতে হবে তাও না। সব কিছুরই পজিটিভ নেগেটিভ থাকবে। এমনকি ঘোর অহংকারী আমেরিকানরাও তাদের দেশের ভুলের জন্য গালি দেয় সরকারকে। এটাই স্বাভাবিক যেখানে যেটা দূর্বলতা সেটার জন্য কথা বলা যেতেই পারে। আর আমার ফাউল বলা বা সব কিছুর পয়েন্ট একটাই ছিলো যে মেধা বেশী সেই তুলনায় তাদের একমোডেশন নাই। যদি এখনও আপনার বুঝার ক্ষমতা থেকে থাকে তার মানে কি! ইয়েস! আপনার চ্যালেনজ এক্সেপ্ট করলাম। ডেফিনিটলি। আর আমি বলিও নাই আমি কিছু করে ফেলেছি। আমি শুধু একটা গরীব দেশের গরীব স্কুলে ফার্মেসী পড়ছি নিজের জীবিকার তাগিদে দাদা। আপনি কি করেন?  tongue

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৩ সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (২০-০৭-২০১২ ১৯:৫২)

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

আচ্ছা আমাদের দেশে পাবলিক ভার্সিটির থেকে বাইরের মোটামুটি ভাল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কি সোজা?

আমার তো অন্য রকম ধারনা ছিল। নাকি এখানে টাকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আমাদের ভর্তি পরীক্ষার সময় আমার এক বন্ধু মালেশিয়ায় পড়তে গেল। সে দেশে কোথাও (পাবলিক ভার্সিট) চান্স পেয়েছিল না। আমাকে সে বলল তাদের মালেশিয়ার ভার্সিটি বলে খুব ভাল। আমা বললাম তুমি দেশের ভার্সিটিতেই চান্স পেলে না, তাহলে আরও ভালতে কি ভাবে টিকলে। সে বিষয়টা এড়িয়ে গিয়েছিল।



যাইহোক, উপরে বাচ্চাদের ঝগড়া ভালই লাগল। hehe যাই হোক আমারা দুজন দুর্দান্ত সফল ব্যক্তি পেতে যাচ্ছি। আর কেউ এই প্রতিযোগিতায় নাম দিবেন? tongue

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১৪

Re: আন্ডারগ্র্যাজুয়েশন দেশের বাইরে [পরামর্শ দরকার]

২০০৯ এর টপিক নিয়ে ঝগড়া করার মানে দেখিনা , টপিক বন্ধ করাই বেটার