টপিকঃ লিনাক্স মিন্ট ১৩ বিষয়ক সমস্যা
আমি নতুন লিনাক্স ইউজার।পূর্বে লিনাক্স চালানোর কোন অভিজ্ঞতা নেই।আজকে লিনাক্স মিন্ট ১৩ (সিনামন) সেটআপ দিলাম।সেটআপের কিছু সমস্যার সম্মুখীন হয়েছি।এর জন্য আপনাদের সাহায্য কামনা করছি।
১. আমি ব্রডব্যান্ড ব্যবহার করি।গত কয়েক দিন আগে যখন লিনাক্স মিন্ট ১৩ (সিনামন) সেটআপ দিয়েছিলাম তখন নেট কানেক্ট হয় নি।দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম।কিন্তু আজকে নতুন করে সেটআপ দেয়ার পর সরাসরি নেট কানেক্ট হয়ে গিয়েছে।কিছুক্ষণ ব্রাউজ করার পর হঠাৎ করেই "Server Not Found" বার্তা শো করছে।ইন্টারনেট কানেকশন নিজে থেকে ডিসকানেক্ট হয়ে অফ হয়ে গেল।ইন্টারনেট কানেকশন অন করেও কানেক্ট করতে পারিনি।পিসি রিস্টার্ট করে ল্যান থেকে ইন্টারনেটের ক্যাবল খুলে আবার লাগানোর পর কানেকশন ইস্টাবলিশ হয়েছে।কিন্তু ব্রাউজ করতে গেলেই "Server Not Found" বার্তা শো করছে।কয়েকবার কানেকশন অন অফ করে ও কোন লাভ হয় নি।তাছাড়া নেট থাকাকালীন সময়ে নেটের স্পিড অনেক স্লো পেয়েছিলাম।
২. হোম/ব্রাউজার যা কিছুই ওপেন করে মিনিমাইজ করি না সেটা টাস্কবারে থাকছে না।মিনিমাইজ করলে চলে যায়।যার ফলে নতুন করে ওপেন করা লাগে।
৩. সিস্টেম ইউলিটিস টুল (যেমনঃ সিক্লিনার,টিউনআপ ইউটিলিটিস) হিসেবে লিনাক্সে কি কোন টুল আছে???থাকলে ডালো লিংক দেয়ার অনুরোধ রইল।এছাড়া ইন্টারনেট ডাউনলোডারের লিংক ও দেয়ার অনুরোধ রইল।
৪. বাংলা ফন্ট কিভাবে ইন্সটল করব এবং বিভিন্ন ওয়েব সাইটে কিভাবে স্পষ্ট ভাবে বাংলা লেখা দেখতে পারব?
৫. কোন কিছুর স্ক্রিণশট নিলে সেটা অটো .png ফরমেটে সেভ হয়।উইন্ডোজে সেই স্ক্রিণ শট টা আর দেখতে পারিনা।কিভাবে স্ক্রিণশট নিলে উইন্ডোজ ও লিনাক্স উভয়ক্ষেত্রে ইজেমটি শো করবে???
৬. লিনাক্স ১৩ এর মেনু অপশন থেকে সফটওয়্যার প্যাকেজে অফিস টুল,সিস্টেম টুল ইত্যাদি সফট গুলো দেখলাম।কিন্তু কিভাবে কি ডাউনলোড করব পেলাম না।এই সফটের প্যাকেজ গুলো কিভাবে ডালো করতে পারি???
৭. কম্পিউটার থেকে কোন ড্রাইভে প্রবেশ করলে যেই ড্রাইভে প্রবেশ করেছি সেই ড্রাইভ ডেস্কটপে শর্টকার্ট হিসেবে চলে আসে।ফলে সেই ড্রাইভে প্রবেশ করে ড্রাইভের ডানে অবস্থিত উর্ধ্বমুখী এরো চিহ্ন রিমুভ করে দিলে শর্টকার্ট টি চলে যায়।বারবার এই কাজ খুবই বিরক্তিকর।কিভাবে এ থেকে মুক্তি পেতে পারি???
আশা করি আমি আমার সমস্যা গুলোর উপস্থাপন করতে পেরেছি।আপনাদের কাছে উপরোক্ত এই সকল সমস্যার সমাধান কামনা করছি।