২১

Re: মাদার

Arun লিখেছেন:

সকলকে ধন্যবাদ৷  smile

আরণ্যক লিখেছেন:

একবার মাদার তেরেসা তার হোমসের জন্য রাস্তায় ঘুরে ঘুরে সাহয্য তুলছিলেন। তো এক মুদির দোকানে গিয়ে তিনি দোকানদারের সামনে তাঁর হাত বাড়িয়ে দিয়ে সাহয্য চাইলেন। যে কারণেই হোক সেই দোকানদার মাদার তেরেসাকে একেবারে পছন্দ করতেন না। (যেহেতু তিনি খ্রিষ্টান মিশনারী, তাই উপমহাদেশের অনেকেই তাকে ঘৃনা করেন) তো সেই দোকানদার তীব্র ঘৃণা ভরে মাদার তেরেসার হাতে থুতু ছিটিয়ে দিলেন।
দোকানদারের এই আচরণে মাদার এতটুকু উত্তেজিত না হয়ে, সেই হাত সরিয়ে অন্য হাত বাড়িয়ে দিয়ে বললেন- "এই থুতু তো তুমি আমাকে দিলে, এবার আমার হোমসের অসহায় রুগীদের জন্য কিছু দাও।"

ভাই অরণ্য, আমাদের দেশ সম্বন্ধে এই তথ্যটা যেখান থেকে পেয়েছেন তার একটা সূত্র দয়া করে দিতে পারবেন? কথাটা অন্যভাবে নেবেন না, কেবল মাত্র তথ্যের জন্যই জানতে চাইলাম৷

এখানে আমার কথা দারা কি এটা বুঝান হয়েছে কোন একটা নির্দিষ্ট জাতি সাম্প্রদায়িক? অনেকের জায়গায় কেউ কেউ শব্দটা বোধহয় বেশি ভাল হোত।

আর উপমহাদেশ মানে শুধু ভারত না। এটা কেন বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে তা বুঝতে পারছি না।

হৃদয়দা কে তথ্য বহুল পোষ্টের জন্য ধন্যবাদ।

হুম, সাদা খ্রিন্টানের প্রতি বিদ্বেষ।

যাই হোক অনেক অফটপিক হোল। আরও অনেক কিছুই বলা যেত। আর ইচ্ছা করছে না। যেখানে বার বার বলছি কোন দেশ বা জাতি কে ছোট করার কোন ইচ্ছা নেই। তারপরও .....

অনটপিক: ছবি এবং ছবির বিষয় দুটোই অসাধারণ হয়েছে।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

২২

Re: মাদার

ছবিটা দেখেই ভাল লাগলো

ওয়েব হোস্টিং | রিসেলার হোস্টিং | অনলাইন রেডিও হোস্টিং
টেট্রাহোস্ট বাংলাদেশ - www.tetrahostbd.com