টপিকঃ বি.এস. বি ফাউন্ডেশন সম্পর্কে জানতে চাই।

H.s.c দিলাম এবার। ফলাফল এর জন্য অপেক্ষা করছি। অনেক ছোট বেলা থেকে স্বপ্ন দেশ এর বাইরে পড়ালেখা করব।আমার পচন্দের দেশ কানাডা।
পড়ালেখা শেষ করে সেখানে বসবাস করতে চায়। আমার পছন্দের বিষয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং । আমি সম্প্রতি BSB ফাউন্ডেশন এর কথা সুনলাম।
ওঁরা নাকি দেশ এর বাইরে স্টুডেন্ট পাঠাই। আপনাদের কাসে জানতে চায় ওদের এটা কি প্রতারনা?আপ্নাদের কোন মতামত থাকলে জানান ।