Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
ঘুমাতে হবে ঠিক মত ... রাত জেগে কাজ বাদ দেন ... সকালে ঊঠেই দুই গ্লাস পানি খাবেন ।।
আমার গ্যাসে সমস্যা ছিল ... চলে গেছে ... ভাল কথা এন্টাসিড / নিউটেক ইত্যাদি আমি এড়িয়ে চলি । নিয়ম মেনে চললে গ্যাসের সমস্যা হবে না । আশা করি মেনে চলবেন ।
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
বড় কোন সমস্যা বলে মনে হচ্ছে না । ডাক্তারের পরামর্শ মানুন ।
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
সব সমস্যা চলে গেছে কিন্তু বুকের ব্যথা এখুন আছে । বুকের বাম দিকে ।
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
বুকের বাম দিকে না বুকের নিচের বাম দিকে?
ওদিকে থাকে পাকস্থলী। গ্যাস বৃদ্ধি পেয়ে দেয়ালে বেলুনের মতন চাপ দেয়ায় ব্যাথা করছে। পায়খানা করার চেষ্টা করুন। ঢেকুর দিন। গ্যাস্ট্রিক আলা খাওয়া বন্ধ রাখুন। উপরেরর জ্ঞানী ব্যাক্তীদের পরামর্শ মতন ওষধ খান
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
ইসস সবাই দেখি ডাক্তার ।
আমি আর কি কমু ,তাড়াতাড়ি সুস্থ হোন এই কামনা করি
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
আমার আগে হইত একঝন হয় না। আপনেরও যাবেগা মনে হয়।

Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
হাবীব ভাই এখন কেমন আছেন?
আশা করি ভাল হয়েছেন। এই বয়সে খালি গ্যাসের ভয়ে ভীত হওয়াটা কেমন দেখায়। আমার এক বড় ভাইয়ের ও গ্যাসের সমস্যা আছে। উনি আবার হার্টের রুগী। গ্যাসের কারণে বুক ব্যাথা করলেই উনি ভাবেন হার্ট এটাক বোধহয়। তারপর তার মৃত্যু ভয় আর অদ্ভুত সব কাজ শুরু করেন।
আমাদের ব্রাশু ভাই তো ডাক্তার উনার ওষুধ খেয়ে দেখতে পারেন। আর শ্রাবন ভাই ঠিক কথা বলেছেন নিয়ম মেনে চলা সব চেয়ে ভাল।
টেনশান কম করবেন। টেনশন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দেহে টক্সিন এর পরিমান বৃদ্ধি পায়।
হাবীব ভাই, গ্যাস নিয়ে খুব সমস্যা থাকলে একটা ভাল বু্দ্ধি দিতে পারি- পেট্রল বাংলা কে খবর দেন। আগামী কাল হয় তো খবরে দেখব নতুন গ্যাসের খনি আবিষ্কারের দাবি।
যাই হোক, আপনার সদা মঙ্গল কামনা করি। আর আপনার বর্তমান অবস্থা দয়া করে একটু জানান।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
১২ ০৬-০৭-২০১২ ১৩:৫০ সর্বশেষ সম্পাদনা করেছেন হাবীব রাজশাহী (০৬-০৭-২০১২ ১৩:৫৩)
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
উপরের বাম দিকে হলেতো ফুসফুসের সমস্যা। গ্যাসের সংগে কি সম্পর্ক!
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
ভাই ভয় দেখায়েন না । এমনিতেই টেনশানে আছি।
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: ২ দিন থেকে বুকে ব্যথা ।
থ্যাংকস এখুন ব্যথা আছে । ডাক্তার যে কি ওষুধ দিচ্ছি না হল পরশু রাজশাহীতে যেয়ে বড় ডাক্তার দেখাব ।