টপিকঃ জানার দুনিয়া

ট্যালেন্টস

ফ কোনো রকম আঠা বা গাম ছাড়া সাতটি স্টেইনলেস ষ্টিলের চামচকে নিজের চেহারার ত্বকে পাঁচ সেকেন্ডে ধরে রেখে বিশ্ব রেকর্ড করেছিলেন আমেরিকায় জোনাযান ফ্লেইডম্যান। আমেরিকায় লেক অসডিইগোতে তিনি এই রেকর্ড করেন। চামচগুলোর ওজন ছিলো ১৯৮ গ্রাম থেকে ৪২.৫ গ্রাম পর্যন্ত। চামচগুলোর দুটি তার কানে, দুটি গালে, একটি নাকে এবং দুটি তার চিবুকে ধারণ করেছিলেন।

০ একটি অসবো প্লেয়িং কার্ডকে কতদূর পর্যন্ত ছুড়ে মারা সম্ভব। আমেরিকায় রিপ স্মিথ জুনিয়র একটি কার্ডকে ৬৫.৯৬ মিটার দূরে ছুড়ে ফেলেছিলেন। ফুটের হিসেবে এর দুরত্ব ২১৬ ফিট ৪ ইঞ্চি।

০ এক আঙ্গুলে একটি ফ্লাইপ্যানকে টানা ১৪ মিনিট ধরে রেখে রেকর্ড করেছেন সুইডেনের আন্ডেস চর্কলান্ড।

ভোজনরসিক

০ মুখের ভেতর সবচেয়ে বড় সাইজের হ্যামবার্গার পুরে বিশ্ব রেকর্ডের অধিকারী হয়েছেন আমেরিকার জনি রেইটজ। বার্গারটির কন্ডিমেন্টসসহ তিনি এই অসাধ্য সাধন করেছেন। আর বার্গারের সংখ্যা ছিলো তিনটি। এই খেলার নিয়ম ছিলো হ্যামবার্গারটি গিলে ফেলা যাবে না।

০ মাত্র ত্রিশ সেকেন্ডে যে কোনো একটি চা-চামচের সাহায্যে কতটুকু আইসক্রিম খাওয়া সম্ভব। আমাদের পক্ষে হয়তো সেই পরিমাণ খুব কম হবে। কিন্তু এই উপায় অবলম্বন করে পর্তুগালের আন্দ্রে সার্জেন্টো সিলভা ১৬৭ গ্রাম আইসক্রিম খেয়েছেন। আউন্সের হিসেবে যার পরিমাণ ৫.৮ আউন্স। পর্তুগালের লিসবনে তিনি ২০০২ সালে এই রেকর্ড করেন।

ফ আমেরিকায় উইসকোনিনের এটাবিনিসনের আর্নেস্ট হসেন মাত্র ৪.৪ সেকেন্ডে পুরো একটি মুরগিকে পালক মুক্ত করেন।


সূত্রঃ ইত্তেফাক(http://www.ittefaq.com)
কৃতজ্ঞতাঃ মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক

চেষ্টার কোন শেষ নাই !!!!

Re: জানার দুনিয়া

rollroll মানুষের দ্বারা কিই না সম্ভব:rolleyes:

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

সর্বশেষ সম্পাদনা করেছেন তানজিনা (০৬-০৩-২০০৮ ০৬:২১)

Re: জানার দুনিয়া

Re: জানার দুনিয়া

চেষ্টার কোন শেষ নাই !!!!

Re: জানার দুনিয়া

মুরগীটা কি হল ?

Re: জানার দুনিয়া

মুরগীটা মনে হয় পেটে চোলে গেছে  ।

চেষ্টার কোন শেষ নাই !!!!

Re: জানার দুনিয়া

এইরকম খবর একসময় অনেক মজা করে কালেকশান করতাম এখনও আছে আর্কাইভে অনেক আপনারা বললে সেখান থেকে শেয়ার করতে পারি খারাপ হবে না মনে হয়

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: জানার দুনিয়া

চেষ্টার কোন শেষ নাই !!!!

Re: জানার দুনিয়া

lol2lol2=))=))=))

চেষ্টার কোন শেষ নাই !!!!

১০

Re: জানার দুনিয়া

১১

Re: জানার দুনিয়া

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন sujanahammed (০৬-০৭-২০১২ ১৪:০৯)

Re: জানার দুনিয়া

sujan ahammed