২১ সর্বশেষ সম্পাদনা করেছেন মামুন.pb (০৫-০৭-২০১২ ০২:১৮)

Re: মেডিকাল মিথ -৭, মানুষ কি তার ব্রেইন এর ১০% ব্যবহার করে?

যদিও পুরান টপিক্স,তবুও মন্তব্য করলাম।ধন্যবাদ অনেক কিছু জানলাম।।এবিষয়ে কি মতভেদ বা কন্ট্রাডিকশন আছে কি?শেষ পর্যন্ত বুজলাম ১০% নয় ১০০% বা পুরোটাই,সে যাই হোক জোর দিয়ে ১০% কথা বলাটা ঠিক হবে না।,মুন আপুর শেষ বিশ্লষনটা চমত্কার হয়েছে।বিষেজ্ঞদের বিশ্লষণগুলো বরাবরই ভালো লাগে,এবং তাঁদের উপর আস্থার রাখি।সম্ভবত নাকিব ভাইয়ের সাথে আরো কয়েকজন ডক্তার ছিলেন।

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।