টপিকঃ লিনাক্স মিন্ট-13 তে প্রিন্টার/স্ক্যানার ইনষ্টলে সাহায্য দরকার
টপিকের শিরোনামেই 90ভাগ কথা বলে দিয়েছি। বাকিটুকু বলছি,
আমার প্রিন্টার ক্যানন LPB 3150 সারিমের সহায়তায় মিন্ট -ইসাডোরাতে প্রিন্টারটি কানেক্ট করেছিলাম। যেহেতু একবার প্রিন্টারটি কানেক্ট করতে পেরেছি আশাকরি এবারো আপনাদের সহযোগিতা পেলে প্রিন্টার কানেক্ট করতে পারবো ইনশাআল্লাহ।
এবার আসি স্ক্যানারের কথায়, আমার স্ক্যানার ক্যানন Canoscan lide 100 এটাও অভ্রনীলদার সহযোগিতায় কানেক্ট করেছিলাম ইসাডোরাতে। সেই টপিকটি লিনাক্স ফোরামে ছিল যা আমি কপি করে সংরক্ষন করেছিলাম কিন্ত পরে আর সেই ফর্মুলা কাজ করেনি।
টপিকটি হুবুহু তুলে ধরলাম।
নীচের ধাপগুলো অনুসরণ করতে থাকুন।
১। প্রথমে কম্পাইল করার জন্য আপনার কম্পিউটারকে তৈরি করতে হবে, এজন্য build-essential দরকার। তাছাড়া ইউএসবি লাইব্রেরিও দরকার। এসবের জন্য নীচের কমান্ড দিনঃ
উক্তি: সব গুলো নির্বাচন করুন
sudo apt-get install libusb-dev build-essential libsane-dev
২। এবার কোড ডাউনলোড করতে আপনার গিট লাগবে। নীচের কমান্ড চালানঃ
উক্তি: সব গুলো নির্বাচন করুন
sudo apt-get install git-core
৩। এবার কোড ডাউনলোড করুনঃ
উক্তি: সব গুলো নির্বাচন করুন
git clone git://git.debian.org/sane/sane-backends.git
৪। ডাউনলোড করা কোডটি আপনার হোমে সেভ হবে। এবার আপানাকে sane-backends এর ডিরেক্টরিতে যেতে হবে।
উক্তি: সব গুলো নির্বাচন করুন
cd sane-backends
৫। এখন কম্পাইল করার পালা। কম্পাইলের জন্য নীচের কমান্ডটি চালান (পুরাটাই কিন্তু একটি লাইন মানে একটি কমান্ড)
উক্তি: সব গুলো নির্বাচন করুন
./configure –prefix=/usr –sysconfdir=/etc –localstatedir=/var
তারপর নীচের কমান্ড দুটিও চালানঃ
উক্তি: সব গুলো নির্বাচন করুন
make sudo make install
৬। এবার নীচের কমান্ড দিয়ে লিস্ট ওপেন করুনঃ
উক্তি: সব গুলো নির্বাচন করুন
sudo gedit /lib/udev/rules.d/40-libsane.rules
আপনার স্ক্যানার না থাকলে যোগ করুনঃ
উক্তি: সব গুলো নির্বাচন করুন
# Canon CanoScan Lide 100 ATTRS{idVendor}==”04a9″, ATTRS{idProduct}==”1904″, ENV{libsane_matched}=”yes”
৭। এবার নীচের কমান্ড দিয়ে দেখুন যে আপনার স্ক্যানার এর নাম দেখায় কিনা।
উক্তি: সব গুলো নির্বাচন করুন
cat /etc/sane.d/genesys.conf
যদি না দেখায় তাহলে নীচের কোডটি চালানঃ
উক্তি: সব গুলো নির্বাচন করুন
sudo cp ~/sane-backends/backend/genesys.conf.in /etc/sane.d/genesys.conf
টার্মিনাল বন্ধ করে পিসি রিস্টার্ট করুন।
উপরের টপিকটি লিনাক্স ফোরামে ছিল যা আজ আর নেই। সম্পুনর্ টপিকটি অভ্রনীল;দার কৃতিত্ব
আমি এখানে এসে আটকে যাচ্ছি ।
elias@elias-System-Product-Name ~/Desktop/sane-backends $ cd sane-backends
bash: cd: sane-backends: No such file or directory
আশাকরি আপনাদের সহযোগিতা পেলে স্ক্যানারটিও কানেক্ট করতে পারব ইনশাআল্লাহ।