টপিকঃ আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...
শুরুতেই বলে রাখি আমি স্পেনের সাপোর্টার হলেও অন্ধ-সাপোর্টার না। পর্তুগালের সাথে গত সেমিফাইনালে যে স্পেন নেহায়েত ভাগ্যের এবং ক্যাসিয়াসের জোরে পার পেয়েছে এটা না বললেও চলে। আর জাভি-ইনিয়েস্তা-বুস্কেটস-সিলভা সহ প্রায় সকলেই নিজেদের ছায়া হয়ে ছিলেন। ফ্যাব্রিগাস,পেদ্রো কে বদলি হিসেবে না নামালে কি হত বলা মুশকিল!
এবারের টুর্নামেন্টে স্পেনের সবচেয়ে বড় সমস্যা পুয়োল,ভিয়ার অনুপস্থিতি আর স্ট্রাইকারদের ফর্মহীনতা। দূর্দান্ত স্ট্রাইকার ছাড়া স্পেনের মাঝমাঠের পাসিং ফুটবল মোটেও দৃষ্টিনন্দন নয়। আর পুয়োলকে ছাড়া ডিফেন্স তো চরম নড়বড়ে। দেল বস্কের স্ট্রাইকার ছাড়া প্রথম একাদশ নামানোর ফাটকা ফাইনালে কাজে দেবে না বলেই আমার মনে হয়।
আমি ইতালির ভক্ত নই তাই ওদের খেলা সেভাবে দেখা হয় না। তবে ওদের ইতিহাস বলে ওদেরকে তাতিয়ে দিলে ওরা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দল। আর এবারের ইউরো কাপের আগে ওদের নিয়ে যত কিচ্ছা-কাহিনী হয়েছে তাতে যে ওরা তেতে থাকবে সেটাই স্বাভাবিক।আর ওদের ডিফেন্স যে বিশ্বসেরা সে কথা বলাই বাহুল্য। আর বুফন...আমার মতে এই মুহূর্তে ক্যাসিয়াসের সাথে যুগ্মভাবে বিশ্বের সেরা গোলরক্ষক। যাইহোক ইংলিশ প্রিমিয়ার লীগের বদৌলতে বালোতেল্লির সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না। আর গতকাল ইতালি-জার্মানির ম্যাচ দেখে অন্যদের সম্পর্কেও মোটামুটি ধারণা হয়ে গেল। বারজাগ্লি আর বোনুচ্চির খেলা খুবই ভালো লাগল। বিশেষ করে বোনুচ্চি যে কিছু ট্যাকেল করলো-অসাধারণ! আর মাঝমাঠে মারসিসিও, ডি-রসি, মন্টোলিভো, পিরলো সবাই দূর্দান্ত। আর বালোতেল্লি আর ক্যাসানোর পারফর্মেন্স তো চোখ ধাধানো!
কাগজে কলমে এই মুহূর্তে গোলপোস্টের নিচে আর মাঝমাঠে ইতালি-স্পেন সম শক্তি সম্পন্ন। এছাড়া ডিফেন্স ও আক্রমণে স্পেনের চেয়ে অনেক এগিয়ে ইতালি। স্বাভাবিকভাবেই তাই ফাইনালে ইতালির জয়ের পাল্লাটা ভারি থাকবে। তবে এটা ভুলে গেলেও চলবে না যে স্পেন-ই বর্তমানের ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়ন। লা ফুরিয়া রোজা-রা যদি এই ম্যাচে নিজেদের স্ব-মূর্তিতে দেখা দেয় তবে আজ্জুরি রা যে সেই লাল জঞ্ঝা-য় উড়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।
ফাইনালে কে জিতবে বা জিততে পারে সেই ভবিষ্যতবাণী বা উপসংহারে আমি যাব না। আমার মনে হয় কারো যাওয়া উচিতও না। তবে মনে রাখার মতো অসাধারণ একটি ম্যাচ যে হবে সে ব্যাপারে আমি নিঃসংশয়। আপনাদের কি মত?