সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (২৯-০৬-২০১২ ১২:১০)

টপিকঃ আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

শুরুতেই বলে রাখি আমি স্পেনের সাপোর্টার হলেও অন্ধ-সাপোর্টার না। পর্তুগালের সাথে গত সেমিফাইনালে যে স্পেন নেহায়েত ভাগ্যের এবং ক্যাসিয়াসের জোরে পার পেয়েছে এটা না বললেও চলে। আর জাভি-ইনিয়েস্তা-বুস্কেটস-সিলভা সহ প্রায় সকলেই নিজেদের ছায়া হয়ে ছিলেন। ফ্যাব্রিগাস,পেদ্রো কে বদলি হিসেবে না নামালে কি হত বলা মুশকিল!

এবারের টুর্নামেন্টে স্পেনের সবচেয়ে বড় সমস্যা পুয়োল,ভিয়ার অনুপস্থিতি আর স্ট্রাইকারদের ফর্মহীনতা। দূর্দান্ত স্ট্রাইকার ছাড়া স্পেনের মাঝমাঠের পাসিং ফুটবল মোটেও দৃষ্টিনন্দন নয়। আর পুয়োলকে ছাড়া ডিফেন্স তো চরম নড়বড়ে। দেল বস্কের স্ট্রাইকার ছাড়া প্রথম একাদশ নামানোর ফাটকা ফাইনালে কাজে দেবে না বলেই আমার মনে হয়।

আমি ইতালির ভক্ত নই তাই ওদের খেলা সেভাবে দেখা হয় না। তবে ওদের ইতিহাস বলে ওদেরকে তাতিয়ে দিলে ওরা পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দল। আর এবারের ইউরো কাপের আগে ওদের নিয়ে যত কিচ্ছা-কাহিনী  হয়েছে তাতে যে ওরা তেতে থাকবে সেটাই স্বাভাবিক।আর ওদের ডিফেন্স যে বিশ্বসেরা সে কথা বলাই বাহুল্য। আর বুফন...আমার মতে এই মুহূর্তে ক্যাসিয়াসের সাথে যুগ্মভাবে বিশ্বের সেরা গোলরক্ষক। যাইহোক ইংলিশ প্রিমিয়ার লীগের বদৌলতে বালোতেল্লির সামর্থ্য নিয়ে প্রশ্ন ছিল না। আর গতকাল ইতালি-জার্মানির ম্যাচ দেখে অন্যদের সম্পর্কেও মোটামুটি ধারণা হয়ে গেল। বারজাগ্লি আর বোনুচ্চির খেলা খুবই ভালো লাগল। বিশেষ করে বোনুচ্চি যে কিছু ট্যাকেল করলো-অসাধারণ! আর মাঝমাঠে মারসিসিও, ডি-রসি, মন্টোলিভো, পিরলো সবাই দূর্দান্ত। আর বালোতেল্লি আর ক্যাসানোর পারফর্মেন্স তো চোখ ধাধানো!

কাগজে কলমে এই মুহূর্তে গোলপোস্টের নিচে আর মাঝমাঠে ইতালি-স্পেন সম শক্তি সম্পন্ন। এছাড়া ডিফেন্স ও আক্রমণে স্পেনের চেয়ে অনেক এগিয়ে ইতালি। স্বাভাবিকভাবেই তাই ফাইনালে ইতালির জয়ের পাল্লাটা ভারি থাকবে। তবে এটা ভুলে গেলেও চলবে না যে স্পেন-ই বর্তমানের ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়ন। লা ফুরিয়া রোজা-রা যদি এই ম্যাচে নিজেদের স্ব-মূর্তিতে দেখা দেয় তবে আজ্জুরি রা যে সেই লাল জঞ্ঝা-য় উড়ে যাবে তাতে কোন সন্দেহ নেই।

ফাইনালে কে জিতবে বা জিততে পারে সেই ভবিষ্যতবাণী বা উপসংহারে আমি যাব না। আমার মনে হয় কারো যাওয়া উচিতও না। তবে মনে রাখার মতো অসাধারণ একটি ম্যাচ যে হবে সে ব্যাপারে আমি নিঃসংশয়। আপনাদের কি মত?

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

সুন্দর ভাবনা ।  thumbs_up

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

নাইস টপিক, মনে হলো খেলার পাতা থেকে পড়ছি.. স্পেইন বার বার চ্যম্পিয়ন হইলে একচেটিয়া লাগে neutral আই উড গো ফর ইটালি  smile

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (২৯-০৬-২০১২ ১২:১৭)

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (২৯-০৬-২০১২ ১২:২৩)

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

roll

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

যখন থেকে ফুটবল বুঝি তখন থেকে ইতালি আমার প্রিয় দল!
২০০২ সালে দক্ষিন কোরিয়ার কাছে গোল্ডেন গোলে (তখন এক্সট্রা টাইমে যে আগে গোল দিত সেই জিততো) বিদায়ের পর কেঁদেছিলাম মনে আছে.
২০০৪ আর ২০০৮ এর ইউরোর সেমিফাইনালেই উঠতে পারেনি ইতালি.

২০০৬ এর বিশ্বকাপের কথা তো সবাই জানেন!!  big_smile
আবার ২০১০ সালের দুঃস্বপ্নও ভুলে যাইনি.  sad sad


তবে এবারের ইউরোতে ইতালির যে রূপ দেখলাম তা সত্তি অসাধারণ.
গোলের জন্য মরিয়া. তবে ছায়ামানব ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করবো..
ডিফেন্স+মাঝমাঠে ইতালি যথেস্ট শক্তিশালী হলেও গতকাল ছাড়া স্ট্রাইকাররা খুব একটা ভালো কিছু করে দেখাতে পারেনি.একের পর এক আক্রমন করে গেছে ইতালি,কিন্তু সে তুলনায় গোল খুব কম. ফাইনালে আমি গোলের জন্য বালোতেল্লি আর ডি নাটালের দিকে তাকিয়ে থাকবো.

বনুচ্চির খেলা দেখে কাল লিজেন্ডারি ক্যানাভারোর কথা মনে পড়ে গেল.
এই ছোটখাটো লোকটার খেলা দেখা ছিল সত্তি অসাধারণ.
স্ট্রাইকারদের সামনে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতো.  big_smile big_smile

আর পিরলোর কথা নাই বললাম!!  love love
অলটাইম ফেভারিট.
মাঝমাঠে গাত্তুসো,কামেরোনেসি-দের মিস করি.
রাইট উইং-এ জামব্রোতা ছিল অসাধারণ.  love love

নস্টালজিক হয়ে গেলাম.  sad

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

১১

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

big_smile চেষ্টা করেই যাচ্ছে!
আশা করা যায় ফাইনালে ভলো কিছু হবে!! big_smile

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

শীতল ভাই দেল-পিয়ারো'র কথা মিসিং, ওরেও  thumbs_up

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

১৩

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

ওয়াসকর্ম ও ওয়াসকৃত মস্তিস্ক্য প্রতিটা দলের মাঝেই দেখা যায়।রাজনৈতিক দলীয় ফ্যন/মুরীদ মাত্রই ক্ষীনদৃষ্ট সম্পন্ন।দেশী,বিদেশী,খ্যাতমান বা অখ্যত যেমনই হোক,কপিক্যাটকে বর্জন করে নকলের অরিজিনালটা গ্রহন করে তাদের মেধা ও সাহস অনুপ্রনিত করি।

১৪

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

আমার স্পেনকেই ভালো লাগে।  love love

১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন shitol69 (২৯-০৬-২০১২ ২২:৪৮)

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (০১-০৭-২০১২ ১৬:২৪)

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

১৭

Re: আমার ইউরো-২০১২ ফাইনাল সংক্রান্ত ভাবনা...

ভাইরে কি আর বলবো, ইউরো দ্বীতিয় সেমিতে জার্মানকেই ফেবারিট ধরছিলাম। তবে ইটালি যেভাবে ডিফেন্স করলো এবং পরিকল্পিত এটাক করলো দেখেতো চোখ কপালে উঠে গেলো। আজকের খেলাটা অনেক উপভোগ্য হবে। ইটালির ডিফেন্স আর স্পেনের ফরোয়ার্ড আক্রমন। সেতুলনায় স্পেনকেই ফেভারিট লাগছে আমার কাছে। জাভি, ইনিয়েশ্তাদের পক্ষে অনেক কিছুই সম্ভব।

Shahanur79'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত