Re: আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
সাদী ভাই আপনার "অভর্থনা কক্ষের" রিপোর্ট কই?

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
সাদী ভাই আপনার "অভর্থনা কক্ষের" রিপোর্ট কই?
জেমস বন্ড নাকি অসুস্থ । তিনি এখানে পোষ্ট করেছেন
আমি তার সুস্থতা কামনা করছি...........এবং দোয়া করছি যেন আকাশ তাড়াতাড়ি সুস্থ হয়
পন্ডিত রির্পোট দিয়া আর কি করবা ওইটা দেই নাই প্রথমে আসলে বুঝি নাই জিনিসটার কাম কি তাই আর পরে আপডেট ও করি নাই।
হ্যাপী ম্যারেজ ডে ছবিপু
দোয়া করছি যেন আকা
he will get well soon...
আইপ্যাড হাতে পাইলাম। এসএ পরিবহন থেকে নিয়ে আসলাম
গোসল করে আনপ্যাকিং করা হবে স্টে টিউনড
দোয়া করছি যেন আকাশ তাড়াতাড়ি সুস্থ হয়
আমিও দোয়া করছি
আইপ্যাড হাতে পাইলাম। এসএ পরিবহন থেকে নিয়ে আসলাম
![]()
গোসল করে আনপ্যাকিং করা হবেস্টে টিউনড
অভিনন্দন ভাইয়া
আসলে এই ফোরামে আমি নতুনতো,আর আমি আমার নিজের মনের কথাটাই কেবল বলে ফেলি, ফলে অনেকেই ক্ষুব্ধ হয় তাই৷
আমরাও এক সময় নতুন ছিলাম, এটা কোন বিষয় নয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
চুরির ঘটনাটা শুনে সত্যিই দুঃখিত৷
ধন্যবাদ দাদা।
কিন্তু আপনার পরিষেবা-র বিষয়ে কয়েকটি মন্তব্য-
মোবাইল সার্ভিসিং - যে কোন সার্ভিসিং-এই লাভের অঙ্ক বেশি, মোবাইল বিক্রির চেয়ে সারানোয় প্রফিট বেশী, আমার দাদা কম্পিউটার সারায় আমি জানি
তা ঠিকই বলেছেন দাদা তবে সেটা হার্ডওয়্যারের কাজ করলে কিন্ত চোখের সমস্যা কারণে হার্ডওয়্যারের কাজ করতে পারিনা। শুধু সফটওয়্যারের কাজ করি।
ফটোকপি - আমাদের ক্যানন ফটোকপি মেশিন ছিল - প্রফিট খুব, খুব কম৷ এর চেয়ে একটা এইচ.পি -এম-১০০৫ স্ক্যান-কপি-প্রিন্ট মেশিন ভালো৷
এ মেশিনটা কেনার ইচ্ছে আছে, আশাকরি সামনের রমজান মাসেই কিনতে পারব।
ল্যামেনেটিং - আন্দাজ নেই৷
খারাপ না , তুলনামুলক ফটোকপি হতে ভালই প্রপিট আসে।
ইন্টারনেট সেবা - আমার আছে৷ কাস্টমার প্রিন্ট নিলে লাভজনক, কেবল ইন্টারনেট ইউজ করলে এক ঘণ্টা ব্যবহার করলে মাত্র ১০ টাকা পাই৷
আমি ব্রাউজিং করার সার্ভিস দেই না যে কোন ওয়েবসাইট ব্রাউজিং করলে ১০টাকা নেই, প্রিন্ট নিলে আরো দশ টাকা।
এক্ষেত্রে লাভটা বেশী আসে কেউ ই-মেইল পাঠাতে বা রিসিভ করাতে আসলে, পাসপোর্টের ৫পাতা ই-মেইল চার্জ সর্বনিম্ন ৮০/- টাকা। ভিসা রিসিভ এবং প্রিন্ট ( এক পাতা) ৫০টাকা। তবে এ খাতে কাজ কম।
Arun লিখেছেন:আসলে এই ফোরামে আমি নতুনতো,আর আমি আমার নিজের মনের কথাটাই কেবল বলে ফেলি, ফলে অনেকেই ক্ষুব্ধ হয় তাই৷
আমরাও এক সময় নতুন ছিলাম, এটা কোন বিষয় নয় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
Arun লিখেছেন:চুরির ঘটনাটা শুনে সত্যিই দুঃখিত৷
ধন্যবাদ দাদা।
Arun লিখেছেন:কিন্তু আপনার পরিষেবা-র বিষয়ে কয়েকটি মন্তব্য-
মোবাইল সার্ভিসিং - যে কোন সার্ভিসিং-এই লাভের অঙ্ক বেশি, মোবাইল বিক্রির চেয়ে সারানোয় প্রফিট বেশী, আমার দাদা কম্পিউটার সারায় আমি জানিতা ঠিকই বলেছেন দাদা তবে সেটা হার্ডওয়্যারের কাজ করলে কিন্ত চোখের সমস্যা কারণে হার্ডওয়্যারের কাজ করতে পারিনা। শুধু সফটওয়্যারের কাজ করি।
Arun লিখেছেন:ফটোকপি - আমাদের ক্যানন ফটোকপি মেশিন ছিল - প্রফিট খুব, খুব কম৷ এর চেয়ে একটা এইচ.পি -এম-১০০৫ স্ক্যান-কপি-প্রিন্ট মেশিন ভালো৷
এ মেশিনটা কেনার ইচ্ছে আছে, আশাকরি সামনের রমজান মাসেই কিনতে পারব।
Arun লিখেছেন:ল্যামেনেটিং - আন্দাজ নেই৷
খারাপ না , তুলনামুলক ফটোকপি হতে ভালই প্রপিট আসে।
Arun লিখেছেন:ইন্টারনেট সেবা - আমার আছে৷ কাস্টমার প্রিন্ট নিলে লাভজনক, কেবল ইন্টারনেট ইউজ করলে এক ঘণ্টা ব্যবহার করলে মাত্র ১০ টাকা পাই৷
আমি ব্রাউজিং করার সার্ভিস দেই না
যে কোন ওয়েবসাইট ব্রাউজিং করলে ১০টাকা নেই, প্রিন্ট নিলে আরো দশ টাকা।
এক্ষেত্রে লাভটা বেশী আসে কেউ ই-মেইল পাঠাতে বা রিসিভ করাতে আসলে, পাসপোর্টের ৫পাতা ই-মেইল চার্জ সর্বনিম্ন ৮০/- টাকা। ভিসা রিসিভ এবং প্রিন্ট ( এক পাতা) ৫০টাকা। তবে এ খাতে কাজ কম।
ইলিয়াস ভাই, আমি আমার রেট এম-১০০৫ প্রিন্টার এর রেট চার্ট এখানে দিলাম৷ এই রেটেই কিন্তু আমি ভালোই লাভ করি৷ যদিও প্রফিটটা বেশি দেখি কারণ আমার দাদা কার্টিজ রিফিলিং ও প্রিন্টার সারাতে পারে৷ ভাবছি আপনার দোকানের পাশে আমার একটা দোকান দেব (যদিও আমার পয়সার রিসোর্স খুব কম) আপনার রেট পেলে তো আমি বড়লোক হয়ে যাব৷ রোজকার আর এই ঝগড়া-ঝামেলা যে ভালো লাগে না রে ভাই৷
ঘুম থেকে উঠলাম, মাথা ব্যথা করছে ।
“মেয়ে মানুষ হল কবুতরের মত। যতবেশি যত্ন করবেন ততোই পোষ মেনে আশেপাশে থাকবে। অবহেলা করলে অন্য কেউ এসে ভাব করে দূরে কোথাও উড়িয়ে নিয়ে যাবে। তখন তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোন উপায় থাকবে না!!!” ....... Shuvrota Srk
কথাটা কতটুকু ঠিক?
ঘুম থেকে উঠলাম, মাথা ব্যথা করছে ।
আমি বুঝিনা ছেলেরা এত আইলসা কেন?
এত ঘুমাও ক্যান
আমার মনে হয় আংশিক ঠিক ।
Arun ভাইয়ের চার্জ দেখি বেশি
, আমি পাড়ার দোকান থেকে প্রিন্ট করে নেই ৩ টাকা/পৃষ্টা করে।
মুকুট লিখেছেন:ঘুম থেকে উঠলাম, মাথা ব্যথা করছে ।
আমি বুঝিনা ছেলেরা এত আইলসা কেন?
এত ঘুমাও ক্যান
কি করমু আপা কাম কাজ নাই, বলার কেউ নাই, তাই ঘুমাই আর কি ।
মুকুট ভাইয়ের মত আমারও একই অবস্থা
আরে ভাই এটা নতুন যুগ বুঝতে হবে।
রাইত হল দিন, দিন হইল রাইত।
সেম হিয়ার
৩৩তম বিসিএস এর প্রিলির রেজাল্ট হইছে । কারো রেজাল্ট জানার ইচ্ছা হলে ঃ http://www.bpsc.gov.bd/public/documents … 132514.pdf
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই (পুরাই অফটপিক / আজাইরা প্যাঁচাল) পার্ট ২
০.৩১৬১৩৭০৭৫৪২৪১৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ২৩.৯১২৭৫২১৮৯১৪৪ টি কোয়েরী চলেছে