Re: বিদ্যূত খরচের ব্যাপারে সাবধান ....
ধন্যবাদ শামীম ভাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » বিদ্যূত খরচের ব্যাপারে সাবধান ....
ধন্যবাদ শামীম ভাই।
Arun লিখেছেন:আর কি কি ফ্রি-তে চাও লিস্ট করে আল্লার কাছে পাঠিয়ে দাও৷ সে আমার কাছে যখন তোমার ফাইল পাঠিয়ে দেবে তখন আমি সবগুলো স্যাংশান করে দেব৷
ভাই এখানে আল্লাহ কে এইভাবে বলছেন কেন ? আল্লাহ কি আপনার কাছে ফাইল পাঠায় ? আর এই সব কথা বার্তা না বলাই ভাল । মজা করেও না ।
দয়া করে মাইন্ড খাবেন না ।
না, না কিছু মনে করব কেন, আপনি তো আমার ভালোর জন্যই বলেছেন৷ ডিলিট করে দিলাম৷
বিদ্যুতের ব্যাপারে সবাইকে সচেতন হয়া উচিত,কারন আমাদের ব্যবহারের তুলনায় উতপাদন কম ।
সরকার যেভাবে পারছে, মানুষের কাছ থেকে টাকা আদায় করার জন্য পাগল হয়ে যাচ্ছে।
সরকার যেভাবে পারছে, মানুষের কাছ থেকে টাকা আদায় করার জন্য পাগল হয়ে যাচ্ছে।
প্রথমেই বলে রাখি আমি আমাদের দেশের কথা বলছি,
আমাদের এখানে মূলত তাপবিদ্যুত পাওয়া যায়৷ আর যতদূর জানি একটি নির্দিষ্ট প্রকারের কয়লা (সম্ভবত উচ্চমানের বিটুমিন) দরকার হয় তাপবিদ্যুত উত্পন্নের জন্য৷ এখন এই জাতীয় কয়লার দাম আকাশ ছোঁয়া৷ ফলে উত্পাদন ব্যয় আগের চেয়ে কিন্তু অনেক বেড়ে গেছে৷ আর যদি কয়লা আমদানীকৃত হয় তবে তো আর কথাই নেই, ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ার জন্য তা এখন দূমূল্য৷ ফলে বর্তমানে এক ঝটকায় আমাদের এখানে সি.ই.এস.সি প্রায় ২+টাকা ইউনিট প্রতি দাম বাড়িয়েছে৷ (যদিও আমাদের এখানে লোডশেডিং প্রায় হয়না বললেই চলে)
আমি বাংলাদেশের কথা বলছি- অর্থমন্ত্রীর এবারের বাজেট-বক্তৃতা শুনলে মনে হয় সরকার টাকার জন্য পাগল হয়ে গেছে।
আমি বাংলাদেশের কথা বলছি- অর্থমন্ত্রীর এবারের বাজেট-বক্তৃতা শুনলে মনে হয় সরকার টাকার জন্য পাগল হয়ে গেছে।
এবারেও আমার দেশের কথাই বলছি
এ আর নতুন কি৷ সব দেশেই সমান৷ সরকারী কর্মচারীদের বাড়তি ডি.এ, নানান অ্যালাওয়েন্স, নিজেদের নানান সুয়োগ সুবিধাতো বজায় রাখতে হবে না কি? তার জন্য চাই টাকা..... তা আমরা যদি টাকা না দিই এসব আসবে কোথা থেকে?
ভরপেট নাও খাই রাজকর দেওয়া চাই
বাকি রাখা খাজনা, মোটে ভালো কাজ না৷৷
- হিরকরাজার দেশে
ধন্যবাদ জানানোর জন্য!
বিদ্যুৎ বিল কম আসার জন্য নতুন আরেকটা মিটারের আবেদন করছি কিন্তু মিটার পাইতে পাইতে দেড় থেকে দুই মাস লাগব
আর এই দুই মাসে ৭০০০ করে ১৪০০০-১৫০০০ টাকা বিল আসব
বিল কি হারে বাড়ছে তা বোঝানোর জন্য একটা গ্রাফ তৈরী করলাম। এখানে আছে। এবার গ্রাফ দেখে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করুন।
হিসাবটা আশা করি ঠিক আছে। কেউ যদি মনে করেন হিসাবে গন্ডগোল আছে, এখানে বলুন, ঠিক করে দেব।
বিল কি হারে বাড়ছে তা বোঝানোর জন্য একটা গ্রাফ তৈরী করলাম। এখানে আছে। এবার গ্রাফ দেখে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করুন।
হিসাবটা আশা করি ঠিক আছে। কেউ যদি মনে করেন হিসাবে গন্ডগোল আছে, এখানে বলুন, ঠিক করে দেব।
শিপলুতো আমার মাইন্ড রিডিং করে ফেলেছে। আমি এই গ্রাফটা করে পোস্ট করবো বলে ভেবে রেখেছিলাম।
একটা সংশোধন প্রয়োজন বলে মনে হল: ২য় ধাপে ইউনিট চার্জ ৪.২৯ টাকা (৪.০৫ টাকা নহে)।
আর এটাই বিল হবে না। এর সাথে আরো কিছু চার্জ যুক্ত হবে (লাইন রেন্ট, ভ্যাট ইত্যাদি)। তবে অনুমান করার জন্য এই গ্রাফ খুবই সহজবোধ্য সহায়ক হবে।
মাথা ব্যথায় মাথা কেটে ফেলার মত অবস্থা হয়েছে!
বিল কি হারে বাড়ছে তা বোঝানোর জন্য একটা গ্রাফ তৈরী করলাম। এখানে আছে। এবার গ্রাফ দেখে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করুন।
হিসাবটা আশা করি ঠিক আছে। কেউ যদি মনে করেন হিসাবে গন্ডগোল আছে, এখানে বলুন, ঠিক করে দেব।
জটিল কাজ করেছেন
মাথা ব্যথায় মাথা কেটে ফেলার মত অবস্থা হয়েছে!
আমার গতমাসে ৩৮৫ ইউনিট উঠেছিলো। বাসায় প্রতি রাতে অন্তত ১০ ঘন্টা একটা এসি চলে (২৬ ডিগ্রি)। এসি কত খরচ করে জানতে ছোট্ট একটা তথ্যই যথেষ্ট। বিল্ডিং ডিজাইন করার সময় নন-এসি হলে প্রতি বর্গমিটারে ২৫ ওয়াট ধরে ডিজাইন করতে হলে এসি বিল্ডিং এ প্রতি বর্গমিটার প্রায় ৯০+ ওয়াট ধরে ডিজাইন করতে হয়। এই মাত্রাগুলো বিভিন্ন ক্যাটেগরির ভবনের জন্য আলাদা (আবাসিক, স্কুল, বাণিজ্যিক ইত্যাদি)।
৩০০ ইউনিট তখনই ছাড়ায় যখন এসি চলে। ৪০০ ইউনিট তখনই ছাড়ায় যখন মাত্রাতিরিক্ত এসি চলে।
যখন লোড শেডিংএ সকলে কষ্ট পাচ্ছে তখন এসি চালিয়ে অতিরিক্ত বিদ্যূত খরচ করাটা রীতিমত অন্যায় (আনএথিক্যাল)। এই নিয়মটা একটা জরিমানা টাইপের নিয়ম -- কাজেই আমার আপত্তি নাই।
আগে ঘরে মানুষ না থাকলে লাইট ফ্যান বন্ধ করতে বলতে বলতে মুখ ব্যাথা হয়ে যেত। এখন বলা লাগে না -- কি দারুন আর সভ্য ব্যাপার!
রাস্তার ধার থেকে ১ ফুটের বেশি দূরত্বে রাস্তার ভেতরে গাড়ি থামিয়ে লোক উঠানামা করালেও এরকম কড়া জরিমানা করা উচিত।
ইলিয়াস ভাইয়ের বুঝি আমাদের মত দোকান/ছোট অফিস রুম আছে বলে মনে হয়..... তাই বাণিজ্যিক দরটা সবার আগে বললেন......
একবারে সঠিক ধরেছেন অরুণদা। ছোট্ট একটা দোকান চালাই।
Arun লিখেছেন:ইলিয়াস ভাইয়ের বুঝি আমাদের মত দোকান/ছোট অফিস রুম আছে বলে মনে হয়..... তাই বাণিজ্যিক দরটা সবার আগে বললেন......
একবারে সঠিক ধরেছেন অরুণদা। ছোট্ট একটা দোকান চালাই।
ছোট্ট কথাটা নিয়ে কিছু মনে করবেন না আবার যেন, আমি আমাদের টা ছোট্ট বলেছিলাম কিন্তু৷
ছোট্ট কথাটা নিয়ে কিছু মনে করবেন না আবার যেন, আমি আমাদের টা ছোট্ট বলেছিলাম কিন্তু৷
এখানে মনে করার কিছু নেইতো দাদা! বাস্তবেই আমার দোকানটা ছোট্ট আমারটাকে আসলে এখন আর দোকান বলা যায় না
কারণ
আমার এখানে কোন বেচাকেনা নেই বললেই চলে। যা করি
মোবাইল সার্ভিসিং
ফটোকপি
ল্যামেনেটিং
ইন্টারনেট সেবা।
এক সময় মোবাইল বেচা-কেনার দোকান ছিল দোকানে চুরি হওয়ার পর আর উঠে দাড়াতে পারিনি।
OFFTOPIC
এখানে মনে করার কিছু নেইতো দাদা!
আসলে এই ফোরামে আমি নতুনতো,আর আমি আমার নিজের মনের কথাটাই কেবল বলে ফেলি, ফলে অনেকেই ক্ষুব্ধ হয় তাই৷
মোবাইল সার্ভিসিং
ফটোকপি
ল্যামেনেটিং
ইন্টারনেট সেবা।
চুরির ঘটনাটা শুনে সত্যিই দুঃখিত৷
কিন্তু আপনার পরিষেবা-র বিষয়ে কয়েকটি মন্তব্য-
মোবাইল সার্ভিসিং - যে কোন সার্ভিসিং-এই লাভের অঙ্ক বেশি, মোবাইল বিক্রির চেয়ে সারানোয় প্রফিট বেশী, আমার দাদা কম্পিউটার সারায় আমি জানি
ফটোকপি - আমাদের ক্যানন ফটোকপি মেশিন ছিল - প্রফিট খুব, খুব কম৷ এর চেয়ে একটা এইচ.পি -এম-১০০৫ স্ক্যান-কপি-প্রিন্ট মেশিন ভালো৷
ল্যামেনেটিং - আন্দাজ নেই৷
ইন্টারনেট সেবা - আমার আছে৷ কাস্টমার প্রিন্ট নিলে লাভজনক, কেবল ইন্টারনেট ইউজ করলে এক ঘণ্টা ব্যবহার করলে মাত্র ১০ টাকা পাই৷
আসলেই অফটপিক বেশী হয়ে যাচ্ছে তাই আপনার উত্তর গুলো এখানে দিলাম।
শিপলু লিখেছেন:বিল কি হারে বাড়ছে তা বোঝানোর জন্য একটা গ্রাফ তৈরী করলাম। এখানে আছে। এবার গ্রাফ দেখে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করুন।
হিসাবটা আশা করি ঠিক আছে। কেউ যদি মনে করেন হিসাবে গন্ডগোল আছে, এখানে বলুন, ঠিক করে দেব।জটিল কাজ করেছেন
আপডেট করলাম। লিংক আগেরটাই কাজ করবে।
এখানে বলে রাখা ভাল ১ ইউনিটের মানে হল ১ ঘন্টায় ১ কিলো ওয়াট।
মানে ১০০ ওয়াটের কোন বাতি ১০ ঘন্টা জ্বালালে মোট খরচ হবে ১০০০ ওয়াট-ঘন্টা বা ১ কিলোওয়াট-ঘন্টা। এটা ১ ইউনিটের সমান।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » বিদ্যূত খরচের ব্যাপারে সাবধান ....
০.০৭৮৩৯২০২৮৮০৮৫৯৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.২৩০৮৪৪৫৭৪২০৯ টি কোয়েরী চলেছে