টপিকঃ নতুন বিভাগ এবং উপবিভাগ সংক্রান্ত ঘোষনা
টপিক এবং গুরুত্বের ভিত্তিতে প্রজন্ম ফোরাম তার বিভাগ এবং উপবিভাগ এবং নামকরনে কিছু পরিবর্তন এনেছে।
পরিবর্তনগুলো হচ্ছেঃ
অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য মুঠোফোন এর অধীনে অ্যান্ড্রয়েড উপবিভাগ গঠন।
ছবি এবং গ্রাফিক্স ডিজাইন/এডিটিং এবং পেইন্টের জন্য সুনির্দিষ্ট দুইটি উপবিভাগ এবং ফোকাস বিভাগের নাম পরিবর্তন।
"পরামর্শ-সমস্যা-সমাধান" বিভাগের নাম পরিবর্তন।
ফোরামে ফটোগ্রাফি এবং গ্রাফিক্স ডিজাইন ( ফটোশপ/ইলাস্ট্রেটর/পেইন্ট/সিনেমা৪ডি ইত্যাদী) সম্পর্কিত টপিক রয়েছে প্রচুর। এবং এগুলোর জন্য শুরুতে বেছে নেয়া হয়েছিল ফোকাস বিভাগটিকে। কিন্তু বর্তমানে প্রচুর টপিকের ভিড়ে এই টপিকগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য কেবলমাত্র ফোকাস যথেষ্ঠ না হওয়ায়, আলোকচিত্র এবং গ্রাফিক্স ডিজাইন নামে দুইটি নতুন উপবিভাগ চালু করা হলো। এবং মূল বিভাগ হিসেবে ফোকাস নামটি গ্রহনযোগ্যতার খাতিরে পরিবর্তন করে চারুকলা করা হলো।
টপিকের ধরন অনুযায়ী, সকল ধরনের ফটোগ্রাফী মূলক টপিক/টিউটোরিয়াল গুলো আলোকচিত্র
এবং
ফটোশপ ডিজাইন/গিম্প এডিট / পেইন্ট / ইলাস্ট্রেটর / সিনেমা ৪ ডি প্রভৃতি গ্রাফিক্স ডিজাইন উপবিভাগের অন্তর্গত হবে।
উল্লেখ্য উপরে উল্লেখিত উপবিভাগ দুইটি এখন থেকে চারুকলা বিভাগের অন্তর্গত। যেখানে প্যারেন্ট বিভাগে আর্টস/ডিজাইন/বা যেগুলো সুনির্দিষ্টভাবে আলোকচিত্র বা গ্রাফিক্স ডিজাইন এর আওতায় পড়ে না সেগুলো এখানে পোস্ট করা যেতে পারে।
এছাড়া নতুন সদস্যদের সুবিধার্থে পরামর্শ-সমস্যা-সমাধান বিভাগটি নাম পরিবর্তন করে প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান করে দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে এতে করে ভুল বিভাগে পোস্ট করার প্রবণতা কমবে।
ধন্যবাদ..
প্রজন্ম টীম।