টপিকঃ বাবার দুটো কিডনিতেই সমস্যা
এইতো গতকাল ডাক্তার ,বাবার কিডনির রিপোর্ট দিল , তারপর বলল বাবার নাকি দুটো কিডনিতেই সমস্যা দেখাদিয়েছে, কি হয়েছে তা আমাকে খুলে বলে নাই , তবে আমার মনে হচ্ছে যাই হয়েছে খুব খারাপ কিছু হয়েছে ,তারপর আমি আমার পরিচিত এক লোকের সাথে কথা বলি, তিনি আমাকে একটি কথা বললেন , আমেরিকায় নাকি একটি কিডনি রোগের ঔষধ পাওয়া যায় খুব দামী , এবং তা মেইল বা অর্ডার করে কিনতে হয় ,ঔষধটি উৎপাদনের সাথে সাথে নাকি বিক্রি হয়ে যায় , ফোরামের বড় ভাইদের কাছে অনুরোধ করব আমাকে (নেট সার্চ করে) এই ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন ।