টপিকঃ বাবার দুটো কিডনিতেই সমস্যা

এইতো গতকাল ডাক্তার ,বাবার কিডনির রিপোর্ট দিল , তারপর বলল বাবার নাকি দুটো কিডনিতেই সমস্যা দেখাদিয়েছে, কি হয়েছে তা আমাকে খুলে বলে নাই , তবে আমার মনে হচ্ছে যাই হয়েছে খুব খারাপ কিছু হয়েছে ,তারপর আমি আমার পরিচিত এক লোকের সাথে কথা বলি, তিনি আমাকে একটি কথা বললেন , আমেরিকায় নাকি একটি কিডনি রোগের ঔষধ পাওয়া যায় খুব দামী , এবং তা মেইল বা অর্ডার করে কিনতে হয় ,ঔষধটি উৎপাদনের সাথে সাথে নাকি বিক্রি হয়ে যায় , ফোরামের বড় ভাইদের কাছে অনুরোধ করব আমাকে (নেট সার্চ করে) এই ব্যাপারে একটু বিস্তারিত জানাবেন ।

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

আমার মনে হয় না কিডনি রোগের জন্য এমন অলৌকিক কোন ওষুধ আছে, অন্তত আমার জানা নেই।
কিডনি কতটা খারাপ সেটা কয়েকটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝা সম্ভব। তার উপর ভিত্তি করে চিকিৎসা। তবে এটা মাথায় রাখতে হবে, কিডনি রোগ (ধরে নিচ্ছি রেনাল ফেইলিউর) সাধারনত প্রোগ্রেসিভ, অর্থাৎ এটা ভাল হয়ে যাবার সম্ভাবনা তেমন একটা নেই।

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

roll

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

মনটাই খারাপ হয়ে গেলো  sad sad । কারন আমি জানি বাবা না থাকা কতটা কষ্টের । তাই আমি আল্লাহ্‌র কাছে দুয়া করি তিনি যেন আপনার বাবাকে ভালো করে দেই ।

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

আঙ্কেলের প্রতি সাহানুভূতি রইলো !

আশা করবো তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন !

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

কিডনি ট্রান্সফার করতে হবে মনে হয়

আল্লাহ যেন আপনার বাবাকে ভাল করে দেন ।

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

কি আর বলবো । সাইট থাকলে ঠিকানা দিতাম ......

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

কোন অসুখের জন্যই এরকম ম্যাজিকাল ঔষধ পাওয়া যায় বলে জানা নেই, হোক্স হওয়ার সম্ভবনাই বেশি, তবে এরকম ক্ষেত্রে ম্যাজিকাল ঔষধ/স্বপ্নে পাওয়া ঔষধ বলে স্টেরয়েড ধরিতে দিতে দেখেছি। নাকিব ভাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

মনের সাহস ও আল্লাহর উপর ভরসা রাখেন। নিশ্চয় আল্লাহ সুস্থ্যতার একটা পথ করে দিবেন। 
আল্লাহ তপু ভাইয়ের আব্বুকে সুস্থ্য করে দিন। আমীন।

১০

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

ভাই যত দ্রুত সম্ভব ভাল মেডিসিন বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট এর শরনাপন্ন হন,এই অবস্থায় দেরী করা মোটেও ঠিক হবে না।আর কোনো ভাবেই কিন্তু কবিরজ,বাবা,হোমিওপ্যাথি এসব জায়গায় যাবেন না।আমাদের দেশে এখন অনেক ভাল চিকিৎসা রয়েছে কিডনী'র সমস্যার জন্য।

১১

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

১২

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

আল্লাহ তায়ালার কাছে দোয়া রইলো,জেন ভাল করেন।

সবার নিকট থেকে শিখতে চাই,অবশ্যই ভাল কিছু........

১৩

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

আংকেল সুস্থ হয়ে উঠুক।

আলহামদুলিল্লাহ!

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন শিশির (১৩-০৬-২০১২ ০৮:৫৩)

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

ডাক্তার আর কিছু বলেনি? আজব।
আপনি একজন ভালো নেফ্রোলজিস্টের সাথে যোগাযোগ করুন। ভালো হবে কী হবেনা ডাক্তার এর মুখ থেকে একবার শুনে নিন।

আমাকে আমার মতো থাকতে দাও,আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি,যেটা ছিল না ছিল না সেটা না পাওয়া ই থাক,সব পেলে নষ্ট জীবন।

১৫

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

১৬

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

১৭

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

খারাপ লাগল শুনে  sad মনোবল শক্ত রাখুন, দ্রুতই সুস্থ হয়ে যাবেন আপনার বাবা, এই দোয়া করি!

১৮

Re: বাবার দুটো কিডনিতেই সমস্যা

আমি আপনার বাবার জন্য দুআ করি।  sad