টপিকঃ গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন যারা দেখতে পারছে না, তাদের জন্য এই পোস্ট
কিছুদিন আগে একটা টপিক খুলেছিলাম যার বিষয়বস্তু ছিল আমার ল্যাপটপ থেকে নিজের সাইটসহ কোনো সাইটেই গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপন দেখা যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম, গুগল হয়তো অ্যাডসেন্স পাবলিশারদের নিজস্ব কম্পিউটার থেকে বিজ্ঞাপন দেখার সিস্টেম বন্ধ করে দিয়েছে। গুগল যেহেতু প্রতিনিয়তই পরিবর্তন আনে, তাই এরকম কিছু করাটা অস্বাভাবিক ছিল না। কিছুদিন অপেক্ষা করে দেখি- এই অভিযোগ শুধু আমার একার না; আরো অনেকেরই একই অভিযোগ। গুগলে একটা সার্চ দিলেই বুঝা যাবে।
অভিযোগগুলো পড়ে বুঝার চেষ্টা করলাম ঠিক কোন জায়গাটাতে সমস্যা। প্রথমদিন ভেবেছিলাম- গুগল সম্ভবত আমার আ্যাডসেন্স ব্যান করে দিয়েছে। কিন্তু অ্যাডসেন্স রিপোর্টে গিয়ে দেখি সেখানে সবকিছু ঠিকঠাকমতোই চলছে। তারপর অন্য কম্পিউটার থেকেও দেখি সাইটে সবকিছু ঠিকমতোই দেখাচ্ছে। তার মানে সমস্যা আমার ব্রাউজারে। গুগল হেল্প ও অন্যান্য ফোরামে এ সম্পর্কে যারা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তাদেরকে বলা হয়েছে কিছু বিষয় চেক করতে।
১. ব্রাউজারে কোনো অ্যাড-ব্লক প্লাগিন আছে কিনা। (আমার ফায়ারফক্স ব্রাউজারে এরকম কোনো কিছু ছিল না।)
২. ব্রাউজার বদলে অন্য কোনো ব্রাউজারে টেস্ট করে দেখা। (ক্রোম এবং আইই ব্যবহার করে দেখেছি। একই ফলাফল)
৩. অ্যান্টিভাইরাস অনেক সময় অ্যাড দেখানো বন্ধ করে দিতে পারে। এসব ফোরাম বা গুগল হেল্প-এ অনেকে বলেছে তাদের অ্যান্টিভাইরাস বন্ধ করে দিলে অ্যাড ঠিকমতোই দেখাচ্ছে। বিশেষ করে ক্যাসপারস্কি এই সমস্যা বেশি করে। (আমি অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস বন্ধ করে দেখেছি। অ্যাড দেখায় না। তার মানে অ্যান্টিভাইরাস কোনো কিছু ব্লক করে নি।)
৪. অনেকে বলেছেন উইন্ডোজ ফায়ারওয়াল মাঝে মাঝে এই সমস্যা করে। (ফায়ারওয়াল বন্ধ করে দেখেছি। তাতেও লাভ হয় নি। মানে ফায়ারওয়ালে কোনো সমস্যা নাই।)
তাহলে সমস্যা কোথায়? মনে করার চেষ্টা করলাম, যেদিন থেকে এই সমস্যা সেদিন বা তার আগের দিন কোনো কিছু ডাউনলোড বা ইনস্টল করেছি কি না। দেখি, আগের দিন দুটো সফটওয়্যার ইনস্টল করেছিলাম। সেগুলো রেভু দিয়ে আনইনস্টল করলাম। কিন্তু ঘটনা যে, সে-ই।
ঠিক সেই মুহূর্তে আরেকটি সমাধান পেলাম। উইন্ডোজের সি ড্রাইভে hosts.bak ফাইলে নাকি সমস্যা হলে এরকমটা হতে পারে। ফাইলটি থাকে এখানে - C:\WINDOWS\system32\drivers\etc। এটা সম্পর্কে একটা সমাধান এসেছে এরকম-
Ok, it sounds like someone or something put something in your hosts file.
A perfectly clean, unchanged hosts file will have a bunch of comments in it (all prefaced by the pound sign (#) and ONE single line:
127.0.0.1 localhost
That's what Windows comes with as installed, and under normal circumstances, there's no reason why that should ever change.
So if your hosts file looks any different, temporarily rename it to hosts.old, and create a new one with just that localhost line it, and see if it solves the problem.
(opps, encyclo slipped in while I was typing this)
As for you, silverbytes - do you by any chance have a plugin installed for your browser called IE7PRO? Because that will take out ads, unless you go into it and turn 'em back on.
বিস্তারিত এখানে দেখুন।
কিন্তু আমার উইন্ডোজের C:\WINDOWS\system32\drivers\etc-এ hosts নামে কোনো ফাইল-ই নাই। সেক্ষেত্রে কী করা? দিলাম আবার সার্চ। দেখি এটা আসলেই একটা বড় সমস্যা। এবং এটার জন্য মাইক্রোসফট আলাদা একটি ফিক্স ইট ছেড়েছে। তার মানে অনেকের উইন্ডোজে এই ফাইলটি মিসিং থাকে। দিলাম ডাউনলোড এখান থেকে।
এখন এটি চালাতে গিয়ে দেখি চলে না। এরর মেসেজ দেখায়। বলে কীসব সমস্যা আছে। এরজন্য আরেকটি ফিক্স ইট ডাউনলোড করে ফিক্স করতে হবে। দিলাম সেটিও ডাউনলোড এখান থেকে।
পরপর দুটো ফিক্স ইট চালিয়ে কম্পিউটার রিস্টার্ট দিলাম। তারপর ওয়েব সাইট ওপেন করে দেখি সব ঠিকঠাক। অ্যাডসেন্স বিজ্ঞাপন দেখা যাচ্ছে ঠিকঠাক মতোই।
একেকজনের হয়তো একেক কারণে এই সমস্যাটা হতে পারে। আমার জানা সবগুলো পদ্ধতিই্ এখানে বলে দিলাম। দেখেন তো আপনার সমস্যার সমাধান হয় কিনা?