টপিকঃ একটি গানের লিরিক্স এবং কিছু অশ্রু
গানটি শুনেন ভাল লাগবে মন ছুয়ে যাওয়া একটা গান
সকাল থেকে গানটি শুনে একটু মনমরা হয়ে গেছি । তাই আপনাদের ও মনমরা করতে আইছি
। শুনুন ধরে রাখুন
লিরিক্স কিছু লাইন গুলি লিখলাম বাকি গুলো আপনারা শুনেন
চিঠি দিলাম, পত্র দিলাম
জানতে মায়ের খবর
জানলাম মায়ের ঠিকানা আর অন্ধকার কবরহাজার বাতি জ্বালায় আমি
আসে যখন রাতি
আমারে মায়ের কবরে আর
কে জালাবে বাতিআমি যে মা পরবাসি
চোখের জলে শুধুই ভাসিমা নাকি মরার আগে
বলেছিলেন ডেকে
ছেলে আমার পাশে থাকলে
যেতাম তার এ বুকে
একটা প্রশ্ন ছিল
কেউ যদি ফোরামে অডিও গান শেয়ার করতে চায় তা হলে কি করতে হবে ?
গানটি আমার ডেক্সটপে আছে সেটি আমি কিভাবে আপলোড করে তার লিঙ্ক শেয়ার করতে পারব , যাতে করে সবাই শুনতে পারবে । আছে কি এমন কোন ও সাইট জানা আপনাদের ?
আমি অলরেডি সাউন্ডক্লিক ইউস করছি বাট ঐ খান থেকে আপনাদের শেয়ার করতে পারছি না অন্য কোনও সাইট কি কারো জানা আছে ?
ধন্যবাদ ।
অডিও শুনতে চাইলে এইখানে ক্লিক করুন
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও