টপিকঃ বাহরাইনে আগুনে নিহত বাংলাদেশি
খবরটা ফোনে পেয়েছিলাম । তারপর একজন এই মাত্র বলল মেসেঞ্জারে । তার বাবা নাকি দেশ থেকেই খবর পেয়ে ফোন দিয়েছিল আর আমরা এখানে থেকেও জানি না
।
রোববার সকালে বাহরাইনের রাজধানী মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে পূর্ব রিফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহা পরিচালক লায়লা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
ছবিতে বাহরাইন বাংলাদেশি এম্বাসি থেকে যাওয়া অফিসারস
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পূর্ব রিফার একটি বাসায় ১১ জন বাংলাদেশি কর্মী একসঙ্গে থাকতেন। সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে ধোঁয়ায় ঘর ভরে যায়। এতে একজন ছাড়া সবাই দমবন্ধ হয়ে মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। এদের মধ্যে কয়েকজন পরস্পরের আত্মীয়।
রিফা এরিয়াটা খুব সুন্দর । আমাদের বাহরাইনের বড় বড় শেখ ( রাজার বাড়ি ) এর বাড়িগুলো সেখানেই অবস্তিত । আমার এক বন্ধুর বাসাও সেখানে । মাঝে মাঝে বাড়ির কথা মনে হলে চলে যেতাম রিফা এরিয়াতে । সেখানকার পরিবেশ একদম গ্রামের মতন এবং সব মানুষগুলোই সুন্নি হওয়াতে লোকগুলো ও শান্তশিষ্ট । কিন্তু আজ এরকম একটি ঘটনা শুনে খুবই খারাপ লাগল ।
আল্লাহ উনাদের পরিবারদের এই দুঃখ সইবার হিম্মত দেন - " আমিন "
রুহের আত্নার মাগফেরাত কামনা করছি । আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন ।
সব শেষে - আমি ভাল আছি
এখানে বিস্তারিত
.
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও