Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
লোগোটা ছবির সৌন্দর্জহানী করছে
Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
ভালোই হয়েছে.................

Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
হুম...ভাল তবে, লোগোটা ছবিতে বসানোর সময় আরেকটু ছোট করে দিলে ভাল লাগবে।
Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
লাল কালারটা কেমন জানি বেমানান লাগছে
Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
ছবিতে ব্যবহার করার সময় লোগোর সাইজ আরো ছোট করতে হবে।
Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
২ নং ছবি টা দারুন হয়েছে। একদম ডিটেল... অলমোস্ট ম্যাক্রো!
Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
বাহ, নতুন হিসেবে বেশ ভালো
এইটা দেইখা আমার নিজের জন্য বানানো একটা লোগো শেয়ার করবো ভাবতেছি
Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
P টা নিচে দেও T টা উপ্রে । ফন্টের kerning অপ্টিক্যাল দেও । যদিও কার্নিং চেঞ্জ করার পর মনে হবে কিছুই হয় নাই তবে আসলেই হবে । কালার টা সরাসরি ডিস্ট্রাকশন মার্কা রেড না দিয়ে অন্য রেড বা অন্য কোন কালার ইউজ করতে পারো। এর জন্য kuler.adobe.com এর সাহাহ্য নিতে পারো। তুমি বেশি ডার্ক ছবি তুলো । তবে বাকি ফন্ট গুলো ব্লাক নাহ করে cyan করে দাও। ব্লাক, ওহাইট দুইটাতেই বেশ যাবে ( এখন প্রথম টায় লোগো টা দেখাই যাচ্ছে নাহ ):P ।
সরি বেশি টীপস দিয়ে দিলাম ।
বাই দ্যা ওয়ে ছবিগুলো বেশ ভাল হয়েছে
Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
থ্যাঙ্কু ফিরোজ ভাই । তুমি কিছু টিউটো লিঙ্ক সেন্ড কর মিয়া
Re: প্রথম নিজের তৈরী করা লোগো । সাথে দুটি স্নাপ ।
১ম ছবিটা বেশী ভাল লাগলো। ওয়াটারমার্ক আরেকটু ট্রান্সপারেন্ট করলেই ভাল হয়।