টপিকঃ তাহলে কে নিচ্ছে চ্যাম্পিয়নস লিগ কাপ?
তারাতারি (ফাইনাল খেলা হয়ে যাওয়ার আগে) উত্তর দেন। সময় বেশি নেই। বায়ার্ন মিউনিখ না চেলসি? আমি চেলসির পক্ষে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » তাহলে কে নিচ্ছে চ্যাম্পিয়নস লিগ কাপ?
তারাতারি (ফাইনাল খেলা হয়ে যাওয়ার আগে) উত্তর দেন। সময় বেশি নেই। বায়ার্ন মিউনিখ না চেলসি? আমি চেলসির পক্ষে।
এত তাড়াতাড়ি উত্তর দিতে হবে কেন? খেলা কি এক ঘন্টা পর? তারচেয়ে একটা পোল করেন। সেইটাই ভালো হবে।
কে জিতবে বলা অসম্ভব। আমি চাবো যেন বায়ার্ন জিতে।
খেলা তো ১৯ মে! এত তাড়াতাড়ি কেন?
btw, বায়ার্ন জিতবে
@কুয়াশা, কিভাবে এত নিশ্চিত হলেন?
চেলসি জিতবে
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফুটবল » তাহলে কে নিচ্ছে চ্যাম্পিয়নস লিগ কাপ?
০.০৭৩৭০৯০১১০৭৭৮৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৪৩.৮৭৩৮৯০৮৬৪৮৬৫ টি কোয়েরী চলেছে