টপিকঃ রেকর্ড ভেঙ্গে শেয়ার মার্কেটে এল ফেসবুক
ফেসবুক নাসডাক স্টক এক্সঞ্জের মাধ্যেম আজ পাবলিক শেয়ার বাজারে অভিষেক করতে যাচ্ছে। ইউএস ইস্টার্ন টাইম ৯:২৬ মিনিটে জুকারবার্গ নিজেই ফেসবুকের হেডকোয়ার্টার থেকে নাসডাক এর ওপেনিং বেল বাজিয়ে যাত্রা শুরু করলেন। এটা দেখুন How Facebook Hacked The NASDAQ Button!!
অভিষেকে ফেসুবুকের মার্কেট ভ্যালু হবে ১০৪ বিলিওন। এটাই এযাবৎ কালের রেকর্ডকৃত আইপিও অভিষেকের মধ্যে সর্বোচ্চ! মুল লেনদে শুরু হবে ১১ থেকে। দেখা যাক কি হয়।