টপিকঃ চেনা ছড়া - ৫
চেনা ছড়া
(১)
সাহস নিয়ে ফূর্তি মনে
উড়ছে মশা সকল,
জানতে পেরে কারখানার ঐ
কয়েলগুলো সব নকল।
(২)
খুকু শুধায়, "কাঁদছো কেন
বকলো তোমায় কে আজ?"
একটু হেসে মায়ের জবাব,
"কাটছি আমি পেঁয়াজ।"
(৩)
রাতের বেলায় দলের ক্যাডার
চালায় গোলাগুলি,
দিনের বেলায় নেতা শোনায়
মানবতার বুলি।
(৪)
গরীব ভাবে বড়লোকে
খায় সারাদিন কত?
নইলে তারা কেন মোটা
দেখতে হাতির মতো?
(৫)
প্রস্তুতি হোক যতই ভালো
পরীক্ষারই আগে,
বুকটা কাঁপে দুরু দুরু
ভয় যে শুধুই লাগে।